UGC NET Result 2024: ২০২৪ সাল জুন মাসের ইউজিসি নেট পরীক্ষার রেজাল্ট প্রচার। পরীক্ষার রেজাল্ট জারি করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি অথবা এনটিএ। বৃহস্পতিবারই বিভাগ এবং ক্যাটাগরি ভিত্তিক ফলাফল প্রচার করা হয়েছে। সব রাষ্ট্রের আশেপাশে পশ্চিমবঙ্গ থেকেও অনেক পরীক্ষার্থী এই পরীক্ষায় বসে ছিলেন। তারাও রেজাল্টের ফলাফল জানতে ইউজিসি নেট ২০২৪ এর অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পারবেন।
পরীক্ষার্থীরা ইউজিসিনেট.এনটিএ.এসি.ইন এই লিংকে ক্লিক করে পরীক্ষার রেজাল্ট দেখতে পারবেন। এই বছরই নিট পরীক্ষায় দুর্নীতির নালিশে হট্টগোল পড়ে গিয়েছে পুরো রাষ্ট্রে। নিট অধঃপতিত অনেক ব্যক্তির নামই উঠে এসেছে।
বড় বড় রাজনীতি নেতাদের নাম জড়ায়। মোদি সরকারকে তুলোধনা করে কোলাহলপূর্ণ কর বিরোধী দল। এই বিতর্কের মাঝেই আগের ২১ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া হয়েছিল। এবছর রাষ্ট্রজুড়ে সর্বনিম্ন ১১ লক্ষ্যেরও বেশি পরীক্ষার্থী পরীক্ষায় বসেছিলেন।
এবছর ইউজিসি এনইটি এর রেজিস্টার করা পরীক্ষার্থীদের সংখ্যা ছিল ১১ লক্ষ ২১ হাজার ২২৫ জন। নিট পরীক্ষা নিয়ে বেনজির অধঃপতিত দোষারোপ ওঠার পর গেছে ১২ অক্টোবর এই পরীক্ষার ফলাফল প্রকাশ করে দেয়া হয়।
তারও আগে সেপ্টেম্বর মাসেও একবার প্রভিশনাল আনসার সিট প্রচার করা হয়েছিল। উত্তর পত্র নিয়ে কোনরকম অসম্মতি না থাকলেও তা ১৪ সেপ্টেম্বরের মধ্যে জানানোর কথা বলা হয়েছিল। এরপরই সব নিয়ম রীতি মেনেই ইউজিসি এনইটি পরীক্ষার রেজাল্ট প্রচার করা হলো।