বিদ্যুৎ বিলের খরচ নিয়ে আর নয় চিন্তা, রাজ্য সরকারের এই স্কিমে বিনামূল্যে মিলবে পরিষেবা

বর্তমানে প্রযুক্তি উন্নত হওয়ার সঙ্গে সঙ্গে মানুষ বিভিন্ন জিনিস তৈরি করেছে। তেমনই বৈদ্যুতিক যন্ত্র তৈরি করে নিজের শ্রমকে হালকা করেছে। এখন ঘরে ঘরে নানান বৈদ্যুতিক যন্ত্র থাকার কারণে মানুষ নিজের শ্রম বাঁচিয়ে যন্ত্রের মাধ্যমে কাজ সাধন করে। আর এরফলে বিদ্যুৎ-এর বিল ক্রমশ বেড়ে চলেছে। প্রযুক্তি উন্নত হওয়ার ফলে মানুষ যেমন বিভিন্ন যন্ত্রের উপর নির্ভরশীল হচ্ছে তেমনই বিদ্যুৎ অপরিহার্য হয়ে পড়ছে।

কিন্তু এমন সময়ে দাঁড়িয়ে ক্রমশ বেড়ে চলেছে বিদ্যুৎ-এর বিল। বিদ্যুৎ-এর বিল মেটাতে গিয়ে নাজেহাল হচ্ছে সাধারণ মানুষ। তাই সেই সুবিধার্থে রাজ্য সরকার সাধারণ মানুষের জন্য একটি প্রকল্প চালু করেছে। এই প্রকল্পের আওতায় সাধারণ মানুষ উপকৃত হবেন। টিভি, ফ্রীজ, ওয়াশিং মেশিন, এয়ার কন্ডিশনার, মিক্সার গ্রাইন্ডার সহ একাধিক বৈদ্যুতিন যন্ত্র সকলের বাড়িতে রয়েছে। এগুলি ব্যবহার করতে গেলে বিদ্যুৎ-এর প্রয়োজনীয়তা রয়েছে।

কিন্তু বিদ্যুৎ-এর বিল অনেকটাই বেড়ে গিয়েছে। এমন সময়ে রাজ্য সরকারের আনা প্রকল্পটি সাহায্য করতে পারে অনেককে। রাজ্য সরকারের আনা প্রকল্পটি হলো ‘হাসির আলো’। এই প্রকল্পের আওতায় মাসিক ২৫ ইউনিট বা তার কম বিদ্যুৎ খরচ হলে সংশ্লিষ্ট পরিবারকে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিল বাবদ কোনো টাকা দিতে হয় না। রাজ্য সরকারের প্রকল্প অনুযায়ী যদি কোনো পরিবার তিন মাসে ৭৫ ইউনিট বা তার কম বিদ্যুৎ খরচ করেন তাহলে তাকে কোনোরকম টাকা দিতে হবে না।

এরপর থেকে ১০ ইউনিট অবধি প্রতি ইউনিটে আড়াই টাকা করে ছাড় দেবে সরকার। তবে বিশেষ গুরুত্বপূর্ণ হলো এই প্রকল্পের আওতায় সমাজের সকল স্তরের মানুষ সাহায্য পাবেন না। শুধুমাত্র দারিদ্র সীমার নিচে বসবাসকারী অর্থাৎ BPL তালিকাভুক্ত পরিবারগুলির জন্যই ‘হাসির আলো’ প্রকল্পের মাধ্যমে বিদ্যুৎ বিল সংক্রান্ত এই সুবিধা দিচ্ছে রাজ্য সরকার।

সমাজে পিছিয়ে পড় দরিদ্র মানুষদের আর্থিক সহায়তা দিতে রাজ্য সরকার এমন ব্যবস্থা চালু করেছে। বিদ্যুৎ-এর বিলের বোঝা কমাতে এই সুবিধা প্রদান করা হচ্ছে। এই প্রকল্পের সুবিধা পেতে গেলে নিকটবর্তী বিদ্যুৎ দফতরের অফিসে যোগাযোগ করতে হবে।