টলি পাড়ার প্রথম সারির অভিনেতা তারা দু’জন। তাদের অনুগামীদের মধ্যে মাঝেমধ্যে বাকবিতন্ডা চলে কে তাদের মধ্যে সবথেকে ভালো তা নিয়ে। কিন্তু এই দুই অভিনেতা নিজেদের বাস্তব জীবনে একে অপরের সঙ্গে দারুণ সৌজন্য দেখান। তারা হলেন দেব ও জিৎ। সম্প্রতি ৪টে বাংলা ছবি একসঙ্গে মুক্তি পাচ্ছে। সম্প্রতি মুক্তি পেয়েছে দক্ষিণী ছবি ‘পুষ্পা ২’।
তারই মাঝে চারটি বাংলা ছবি প্রেক্ষাগৃহে আসতে চলেছে। দেব অভিনীত ‘খাদান’, রাজ চক্রবর্তী পরিচালিত ‘সন্তান’, প্রতিম ডি গুপ্তের ‘চালচিত্র’ এবং মানসি সিনহার ‘৫ নং স্বপ্নময় লেন’। এবার ছবি গুলির হল পাওয়া নিয়ে ইতিমধ্যে দড়ি টানাটানি শুরু হয়ে গিয়েছে। তবে চারটি ছবির মধ্যে সবথেকে এগিয়ে রয়েছে দেব অভিনীত ছবি ‘খাদান’।
সবথেকে বেশি সংখ্যক হল পেয়েছে দেবের ছবি। এর পাশাপাশি দেবের ছবি ‘খাদান’ আরেকটি নজির গড়েছে। এতদিন এটি হিন্দি বা দক্ষিণী ছবির করার ক্ষমতা ছিল, সেটি এবার করল বাংলা ছবি। এই প্রথম বাংলা ছবি ‘ফার্স্ট ডে, ফার্স্ট শো’ হল মধ্যরাতে।
এরপর অভিনেতা দেবকে অভিনন্দন জানালেন জিৎ। দেবের ছবি মুক্তির পর এবার জিৎ-এর তরফে এলো বার্তা। যেখানে অনেকেই অভিযোগ করেন দর্শক বাংলা ছবি থেকে বিমুখ হয়েছেন সেখানে দেবের এই কাজ প্রশংসা পেয়েছে। দর্শককে হলমুখী করতে যেনো জানপ্রাণ দিয়ে লড়াই করছেন দেব।
এবার তাই তার ছবিও দর্শকদের কাছে পছন্দের হয়ে উঠেছে। এর পাশাপাশি অগ্রিম বুকিং-এ অন্যান্য ছবিগুলিকে ‘খাদান’ পিছনে ফেলে দিয়েছে। তাই দেবের বাণিজ্যিক ছবিতে ফিরতে দেখে জিৎ তাকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, “এই ছবির সকলকে শুভেচ্ছা। দেবকে আরও বেশি করে বাণিজ্যিক ঘরানার ছবিতে দেখতে চাই।”