ডিসেম্বর মানেই পরিবারের সাথে পিকনিক, সেখানে গিয়ে ব্যাডমিন্টন খেলা, হইহুল্লোরে মেতে ওঠা। সেরকমই এবার ২৫শে ডিসেম্বর উপলক্ষ্যে পিকনিক করতে গিয়েছিলেন অভিনেত্রী সোহিনী সরকার। সাথে ছিলেন শোভন গাঙ্গুলী-সহ পরিবারের সমস্ত সদস্যরা।
সম্প্রতি সেই ছবি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তুলে ধরেছেন তিনি। যেখানে দেখা যায় সকলের সাথে ভীষণই আনন্দে মেতে উঠেছিলেন অভিনেত্রী। আমরা সকলেই জানি সোহিনী বরাবর প্রকৃতির মাঝে থাকতেই পছন্দ করেন। গাছপালা, পশু-পাখি এই নিয়ে চলে তার সময়।
আর যেহেতু ২৫শে ডিসেম্বর মানেই পিকনিক করতে যাওয়া, তাইতো সেই প্রকৃতির মাঝে গিয়ে পিকনিকে মেতে উঠেছিলেন সকলে। এদিন তার এবং শোভনের পরিবারের সকল সদস্যরা উপস্থিত ছিলেন। কখনো দেখা যাচ্ছে সকলের সাথে দাঁড়িয়ে ছবি তুলেছেন আবার কখনো ব্যাডমিন্টনের ব্যাট হাতে দাঁড়িয়ে রয়েছেন।
শুধু তাই নয় স্বামী শোভনের সাথেও হাসিমুখে ছবি তুলতে দেখা গিয়েছে তাকে। যেগুলো পোস্ট করামাত্রই ভাইরাল ঝড়ের গতিতে। আসলে বিয়ের পর এখনো পর্যন্ত বরের সাথে খুব বেশি ছবি পোস্ট করতে দেখা যায়নি অভিনেত্রীকে। বেশিরভাগ সময় তিনি নিজের একার ছবি পোস্ট করে থাকেন সোশ্যাল মিডিয়ায়।
তাইতো দু’জনকে একসাথে দেখে ভক্তরা ভীষণই খুশি হয়েছেন। বিভিন্ন মন্তব্যে ভরিয়ে তুলেছেন সকলে। উল্লেখযোগ্য, কয়েকমাস আগেই খুব কাছের মানুষদের উপস্থিতিতে বিয়ের সেরেছেন শোভন এবং সোহিনী। যেহেতু তাদের বিয়ে নিয়ে একাধিক সমালোচনা হয়েছে তাই খুব সাধারণভাবেই বিয়ে করেছেন তারা। এরপর সুখেই সংসার করছেন দু’জনে।