মেলবোর্নে খেলার মাঝেই মাঠে ঢুকে পড়লেন এক যুবক, জড়িয়ে ধরতে চেষ্টা করলেন বিরাট কোহলিকে

মেলবোর্নে শুক্রবার ছিল ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে খেলা। তারই মাঝে হঠাৎই মাঠে ঢুকে পড়ে এক যুবক। আর তাতে খেলা বিঘ্নিত হয়েছে কিছুক্ষণের জন্য। তবে শুধু ঢুকে পড়া নয়, ভারতীয় খেলোয়াড় বিরাট কোহলি রীতিমতো জড়িয়ে ধরতে যায় ওই যুবক। যদিও এই ঘটনায় বিশেষ খুশি দেখায়নি ভারতীয় ক্রিকেটারকে। পাশাপাশি রোহিত শর্মা কিছুটা বিরক্ত হন।

মেলবোর্নের ওই গ্যালারিতে ৯০ হাজার দর্শকের আসন রয়েছে। এদিনও গ্যালারি ছিল প্রায় ভর্তি। খেলা চলছিল নিজস্ব গতিতে। কিন্তু তারই মাঝে হঠাৎই একজন নিরাপত্তারক্ষীর নজরদারি এড়িয়ে মাঠের মধ্যে প্রবেশ করেন। দৌড়ে গিয়ে তিনি জড়িয়ে ধরতে চেষ্টা করেন বিরাটকে। ওই যুবককে বাঁধা দিতে যান রোহিত শর্মাও। বিরাট ও রোহিত কেউই ঘটনায় বিশেষ সন্তুষ্ট হননি।

এদিন শুক্রবার মাঠে প্রথম ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। প্রথম দিন অস্ট্রেলিয়া ৬ উইকেট হারিয়ে ৩১১ রান করে। পরদিন স্টিভ স্মিথ ও প্যার কামিন্স শুরুতে ব্যাট করতে নামেন। এরই মাঝে ওই যুবক নিরাপত্তা বেষ্টনী ভেদ করে মাঠে ঢুকে পড়ে। আর তাতেই কিছুক্ষণের জন্য বিঘ্নিত হয় খেলা।

নিরাপত্তারক্ষীরা ওই যুবককে তড়িঘড়ি মাঠ থেকে বের করে নিয়ে যান। এরপর ফের শুরু হয় খেলা। এদিকে অস্ট্রেলিয়ার মিডিয়ার কাছে ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি সম্প্রতি কয়েকদিন ধরে চর্চায় এসেছেন। কিছুদিন আগে বিরাট পরিবারকে সঙ্গে নিয়ে বিমানবন্দরে হাজির হলে অস্ট্রেলিয়ার মিডিয়া তাদের ছবি তুলতে উদ্যত হয়। এরপর মিডিয়ার সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন বিরাট।

এরই মাঝে গতকাল বৃহস্পতিবার খেলার মাঝে বিরাট ইচ্ছাকৃতভাবে ধাক্কা মারেন অস্ট্রেলিয়ার স্যাম কনস্টাসকে। এরপর বিরাটকে নিয়ে বিদ্রুপ শুরু করেছিলেন অস্ট্রেলিয়ার সমর্থকেরা। বিরাটের এমন কান্ডের জন্য আইসিসি বিরাটের ম্যাচ ফি-এর ২০ শতাংশ কেটে নিয়েছে। এর পাশাপাশি তাকে দেওয়া হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।

error: Content is protected !!