২০২৪ সালে যারা মা হয়েছেন তাদের জন্য বিশেষ পরামর্শ দিলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন! যা বর্তমানে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। অনেকেউ জানেন কয়েক মাস আগেই প্রথমবারের জন্য মা হয়েছেন দীপিকা। এই যাত্রায় একাধিক পরিবর্তন এসেছে তার জীবনে।
যা প্রত্যেক মায়ের জীবনেই হয়ে থাকে। শারীরিক মানসিক পরিবর্তন থেকে শুরু করে রীতিমতো চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে পেরোতে হয় সকলকে। তবে একটা মানুষের জন্ম দেওয়া যে মোটেই কম কিছু নয় সে বিষয়টাই স্পষ্ট করে দিলেন অভিনেত্রী। সম্প্রতি নিজের স্টোরিতে একটি ছবি শেয়ার করেছেন তিনি।
যেখানে লেখা রয়েছে, ‘যেসব মায়েরা ২০২৪ সালে সন্তানের জন্ম দিয়েছো তারা একটা বিষয় সবসময় মনে রাখবে, ২০২৪ সালের শেষে অনেকেই বিভিন্ন অর্জন, সাফল্যের রিল বা ছবি শেয়ার করবে। তবে সেটা কখনোই তোমার শরীরের মধ্যে সন্তানের বৃদ্ধি এবং তার জন্মের ওপরে যেতে পারে না।’
আসলে এমন অনেকে রয়েছেন যারা বছর শেষে তাদের সাফল্য, বৃদ্ধি ইত্যাদির রিল বা ছবি পোস্ট করে থাকেন। যেগুলো দেখার পর অনেকেই তাদের আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন। কারণ, তারা হয়তো জীবনে তেমন কিছু অর্জন করতে পারেননি।
তবে সন্তান জন্ম দেওয়া যে সমস্ত অর্জনের থেকে উর্ধ্বে সেই বিষয়টাই মনে রাখতে বলেছেন দীপিকা। ফলস্বরূপ অন্যের সাফল্য দেখে কখনোই নিজেকে নিকৃষ্ট ভাবা চলবে না৷ কারণ, মায়ের শরীর অন্য একটা নতুন মানুষের জীবন গড়ে তোলে নিজের মধ্যে। মা হওয়ার পর এমন কথাই উপলব্ধি করতে পেরেছেন তিনি।
আরও পড়ুন,
*বিয়ের মণ্ডপ যেনো রণক্ষেত্র, বর ও কনের মারপিটের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়