মুক্তি পেলো ‘অমরসঙ্গী’র প্রথম গান ‘পুরনো প্রেমের পদ্য।’..সোশ্যাল মিডিয়ায় জানালেন বিক্রম

দীর্ঘ অপেক্ষার পর লঞ্চ হলো সোহিনী সরকার এবং বিক্রম চ্যাটার্জি অভিনীত আগামী সিনেমা ‘অমর সঙ্গী’র মিউজিক। সম্প্রতি তার এক ঝলক সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেছেন অভিনেতা এবং সেখানে সকলকে অনুরোধ করেছেন এই গান শোনার জন্য।

গত ১০ই জানুয়ারী একটি পাঁচতারা হোটেলে ভীষণ আড়ম্বরের সাথে এই সিনেমার মিউজিক লঞ্চ করা হয়েছে। এর আগে সোহিনী এবং বিক্রম দু’জনেই জানিয়েছিলেন মিউজিক লঞ্চের সময়সূচী। সেই অনুযায়ী এদিন মুক্তি পেয়েছে সিনেমার প্রথম গান।

এই গানটির নাম ‘পুরোনো প্রেমের পদ্য।’ গানটির এক ঝলক পোস্ট করে সেখানে অভিনেতা লিখেছেন, ‘পুরনো প্রেমের নতুন অনুভূতি। পুরনো প্রেমের পদ্য এখন ইউটিউবে। শুনুন আর আপনার প্রিয় মুহূর্ত শেয়ার করুন।’ সেখান থেকেই জানা গিয়েছে গানটি গেয়েছেন অর্ক এবং সৃজনী।

ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই গান। প্রত্যেকেই বলছেন অনেকদিন পর তারা অন্য ধরনের গান শুনতে পেলেন। অন্যদিকে মিউজিক লঞ্চের সময় সোহিনীকে দেখা যায় সিনেমার নাম প্রিন্ট করা একটা টি-শার্ট পরিহিত অবস্থায়। সকলের অনুরোধে পেছনদিকে ঘুরে সেই সিনেমার নামও দেখিয়েছেন তিনি।

উল্লেখযোগ্য, এই সিনেমাটি মূলত এক অসমাপ্ত প্রেমের কাহিনী। যেখানে কোনো কারণে নায়িকা সোহিনীর মৃত্যু হবে। তবে সে তার প্রেমের টানে অশরীরী হয়ে ফিরে আসবে প্রেমিক বিক্রমের কাছে। এরপর তাদের জীবনের মোড় কোন দিকে ঘুরবে সেই নিয়ে এভাবে কাহিনী। জানা গিয়েছে, এই সিনেমাটি মুক্তি পেতে চলেছে ৩১ শে জানুয়ারী।

আরও পড়ুন,
*বাগনানে ‘খাদান’ টিম পৌঁছতেই জনজোয়ার! ভীড় সামলাতে হিমশিম অবস্থা পুলিশের

error: Content is protected !!
শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক