মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি ‘মা ক্যান্টিন’ বহু আগে থেকেই জনপ্রিয় হয়ে উঠেছে বাংলা জুড়ে। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় মাত্র ৫ টাকার বিনিময়ে পেট ভরে খাবার খেতে পান সাধারণ দরিদ্র মানুষ। এবার যেনো সেই পরিকল্পনাকে কাজে লাগিয়ে উত্তরপ্রদেশে চালু হলো ‘মা কি রসোই’ অথবা মায়ের রান্নাঘর। এই প্রকল্পে মাত্র ৯ টাকায় খাবার মিলবে। ভরপেট দুপুরের খাবারের জন্য এই পরিষেবা চালু করা হলো আর্থিকভাবে সচ্ছল নয় এমন মানুষদের জন্য।
উত্তরপ্রদেশের সরকারের তরফে জানানো হয়েছে, আর্থিকভাবে দুর্বলদের জন্য এই পরিষেবা চালু করা হলো। প্রয়াগরাজের স্বরূপরানি নেহেরু হাসপাতালের সরকারি উদ্যোগে চালু করা ‘মা কি রসোই’। প্রয়াগরাজ সফরের দ্বিতীয় দিনে এই নতুন পরিষেবার উদ্বোধন করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেই মূহুর্তের একাধিক ছবি তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন।
সেখানে দেখা গিয়েছে, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ছাড়াও সেখানে উপস্থিত রয়েছেন রাজ্যের অন্যান্য মন্ত্রী ছাড়াও সরকারি কর্মকর্তারা। এক্স হ্যান্ডেলে ছবি পোস্ট করে যোগী আদিত্যনাথ লেখেন, “আজ তীর্থরাজ প্রয়াগে নন্দী সেবা সংস্থান দ্বারা পরিচালিত ‘মা কী রসোই’-এর উদ্বোধন করা হল। মা অন্নপূর্ণা সকলকে কৃপা করুন।” উত্তরপ্রদেশ সরকারের তরফে জানানো হয়েছে, রাজ্যে আর্থিকভাবে দুর্বল মানুষের জন্য ‘মা কি রসোই’।
এই প্রকল্প পরিচালনায় দায়িত্ব দেওয়া হয়েছে নন্দী সেবা সংস্থানকে। মাত্র ৯ টাকার বিনিময়ে এই প্রকল্পের মাধ্যমে দুপুরের খাবার পাবেন মানুষ। খাবারের তালিকায় রয়েছে ডাল, রিটি, সবজি, ভাত, স্যালাড সহ অন্যান্য ডেজার্ট। এই প্রকল্পের জন্য একটি ক্যান্টিন তৈরি করা হয়েছে যেটি ২ হাজার স্কোয়ারফুট জায়গা নিয়ে তৈরি করা হয়েছে। এখানে একসঙ্গে ১৫০ মানুষ খেতে পারবেন।
आज तीर्थराज प्रयाग में नन्दी सेवा संस्थान द्वारा संचालित 'माँ की रसोई' का उद्घाटन किया।
माँ अन्नपूर्णा की कृपा सभी पर बनी रहे। pic.twitter.com/W3gaWpSj6l
— Yogi Adityanath (@myogiadityanath) January 10, 2025
পশ্চিমবঙ্গে এই প্রকল্প বহুদিন আগেই চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাত্র ৫ টাকায় সাধারণ মানুষ পেট ভরে খেতে পান। আর সেই মেনুতে থাকে ভাত, ডাল কিংবা আলু সবজি ও সয়াবিন। এর পাশাপাশি কখনও মেলে ডিমের ঝোল। বাংলার মতন এমনই প্রকল্প এবার দেখা গেলো উত্তরপ্রদেশে।