সেলফি তুলতে গেলে দিতে হবে ১০০ টাকা। রাশিয়ান তরুণীর এমন বিজ্ঞাপন দেখার পর সেলফি তোলার ঢেউ যেনো আরও বেড়ে গেলো। সম্প্রতি এমনই একটি ঘটনা সোশ্যাল মিডিয়ায় হইচই ফেলে দিয়েছে। সেলফি তোলার বিনিময়ে ১০০ টাকা দেওয়ার মতন ঘটনা এর আগে কখনও দেখা যায়নি৷ আর তার উপর রাশিয়ান তরুণী যদি হয়, তবে কেউ সেই সুযোগ ছাড়ে না। কিন্তু ১০০ টাকা দিতে হবে তা জানার পর যেনো অনেকেই আগ্রহ দেখিয়ে সেলফি তুলতে এগিয়ে গিয়েছেন।
সেলফি জ্বরে এখন কাবু গোটা বিশ্ব। তরুণ থেকে বৃদ্ধ সকলেই সেলফির পিছনে ছুটে চলেছেন। সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সকলেই সেলফিতে মেতে। বর্তমানে স্মার্টফোনের যুগ হওয়ায় তা হয়ে গিয়েছে আরও সহজলভ্য। সেলফি তোলার আরেকটি কারণ হলো, মূহুর্তকে বন্দী করে রাখা। অনেকেই কোনও জায়গায় গেলে সেই জায়গাকে স্মরণীয় করে রাখতে সেলফি তুলে নেন। আবার মূহুর্তকে না ভুলতে সেলফি তুলে নেন অনেকেই।
তবে সেই সেলফি ঝড়ের জন্য যে এক বিদেশি এমন বিজ্ঞাপন দেবেন তা কল্পনা করেননি কেউ। রাশিয়া থেকে এক তরুণী ভারতে এসেছিলেন দেশটিকে ঘুরে দেখতে। কিন্তু তিনি ভারতে ঘুরতে বেড়িয়ে সেলফির আবদার মেটাতে শুরু করেন। যেখানে যাচ্ছেন সেখানেই তাকে বলা হচ্ছে, “ম্যাডাম একটা সেলফি”। প্রথম প্রথম ভালো লাগলেও পরে বিব্রত বোধ করতে থাকেন তরুণী।
ভারত দেখতে এসে নিজেই যেনো হয়ে উঠেছেন দর্শনীয় বস্তু। এতটাই বিব্রত হয়ে যান যে শেষমেশ বুদ্ধি করে একটি উপায় খুঁজে বার করেন তিনি। একটি বোর্ডে বড় বড় করে লিখে ফেলেন, “একটি সেলফি একশো টাকা”৷ অর্থাৎ তার সঙ্গে ছবি তুলতে গেলে ১০০ টাকা দিতে হবে। ওই তরুণী ভেবেছিলেন টাকা দিয়ে আর কে সেলফি তুলতে আসবে!
কিন্তু হলো ঠিক উল্টো। অনেকে টাকা হাতেই সেলফি তুলতে চলে আসেন। এরপর যদিও তরুণী হাসি মুখে সেলফি তুলেছেন এবং নিয়েছেন টাকা। অর্থাৎ রথ দেখা ও কলা বেচা দুইই হলো। আর সেই অভিজ্ঞতার একটি ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ওই তরুণী৷ সবমিলিয়ে নেট দুনিয়ার মানুষও অবাক।
আরও পড়ুন,
*কাঞ্চনের উদাসীনতার কারণে আত্মত্যাগ করতে হলো ঋত্বিককে! উঠে এলো চাঞ্চল্যকর তথ্য