বিভিন্ন চাকরির পরীক্ষায় বেশ কয়েকটি ধাপ পার করতে হয় প্রতিযোগীদের। যেখানে সর্বশেষ ধাপটি হল ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট। এক্ষেত্রে মূলত প্রতিযোগীর উপস্থিত বুদ্ধির পরীক্ষা করা হয়। আজ আমরা সেরকমই কিছু প্রশ্ন সম্পর্কে আলোচনা করবো এই প্রতিবেদনে।
১. গরু দুধ দেয়, মুরগি ডিম দেয়। কে এই দুটো জিনিসই দেয়?
উত্তর: দোকানদার। তবে প্লাটিপাসও দুধ, ডিম দেয়।
২. সিগারেটকে বাংলায় কী বলে??
উত্তর: ধূমপানদণ্ড।
৩. বিশ্বের সবথেকে বেশি পোস্ট অফিস কোথায় আছে?
উত্তর: ভারতে।
৪. ৫ মিনিটের রাস্তা যেতে কার ১ ঘণ্টা সময় লাগে?
উত্তর: ঘণ্টার কাঁটা।
৫. শৈশব থেকে বার্ধক্য পর্যন্ত শরীরের কোন অঙ্গের বৃদ্ধি হয় না?
উত্তর: চোখ।
৬. পশ্চিমবঙ্গে আশ্বিনের ঝড় কোন ঋতুতে দেখা যায়?
উত্তর: শরৎকালে।
৭. এমন কোন জিনিস জল পান করলেই মরে যায়?
উত্তর: পিপাসা বা তৃষ্ণা।
৮. কোন জিনিস মহিলারা দেখায় কিন্তু পুরুষেরা লুকিয়ে রাখে?
উত্তর: পার্স।
৯. এমন কোন কাজ অবিবাহিতা মহিলারা করলে সমাজে ছিঃ ছিঃ পড়ে যায়?
উত্তর: সিঁথিতে সিঁদুর পরলে।
১০. কোন জিনিস মেয়েদের লম্বা কিন্তু ছেলেদের ছোটো?
উত্তর: মাথার চুল।