ভালোবেসে তিনি কোনো ভুল করেননি! ‘প্রশান্তি’তে জানালেন শ্রাবন্তী, দেখুন ভিডিও

সম্প্রতি এবার দশ বছর আগের শ্রাবন্তীকে ফিরে পেলেন ভক্তরা। যা দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন সকলে। এবার হয়তো ভাবছেন তা কীভাবে সম্ভব? আসুন তাহলে বিষয়টি বিস্তারিত জানা যাক। হয়তো সকলেই জানেন সোশ্যাল মিডিয়ায় ভীষণই সক্রিয় এই অভিনেত্রী।

নিত্যদিন তিনি নিজের নানান ছবি ও ভিডিও পোস্ট করতে থাকেন। এছাড়াও জোড়কদমে চলে বিভিন্ন সিনেমার প্রচার। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। যেখানে তাকে চঞ্চল কিশোরী রূপে দেখা গিয়েছে।

তার পরনে ছিল একটি নীল শর্ট ওয়েস্টার্ন পোশাক, চোখে রোদচশমা এবং চুল খোলাই রেখেছিলেন তিনি। কখনো আপন মনে হাসছেন আবার কখনো দোলনায় দুলছেন। শুধু তাই নয় আত্মবিশ্বাসের সাথে নিজের ছন্দে নাচতে দেখা গিয়েছে। নেপথ্যে বেজে চলেছে ‘বিন্দাস’ সিনেমার সেই গান ‘ভালোবেসে কোনো ভুল করিনি আমি।’

এই গানের জন্যই পুরনো অভিনেত্রীকে ফিরে পেয়েছেন ভক্তরা। কারণ, সিনেমাটি মুক্তি পেয়েছিল ২০১৪ সালে। এতো বছর পর সেই গানে অভিনেত্রীকে দেখে বেজায় খুশি সকলে। ভিডিওটি পোস্ট করার পর ক্যাপশনে শ্রাবন্তী লিখেছেন ‘প্রশান্তি।’ যার অর্থ মন থেকে তিনি ভীষণই আনন্দিত।

কোনো চিন্তা-ভাবনা তাকে বিচলিত করেনি। তাইতো আপন ছন্দে ভেসে চলেছেন। ভিডিওটা দেখার পর হয়ে গিয়েছে প্রশংসার বন্যা। বেশিরভাগ ভক্তদের মুখে একটাই কথা এই শ্রাবন্তীকেই তারা খুঁজছিলেন। অন্যদিকে এসবের পাশাপাশি তিনি প্রচার চালাচ্ছেন তার নতুন সিনেমা ‘দেবী চৌধুরানী’র, যেটি মুক্তি পাবে আগামী পুজোতে।

error: Content is protected !!