বন্ধুত্বের চক্রাকার পথ তুলে ধরলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী! যা দেখে রীতিমতো হেসে গড়াগড়ি খাচ্ছেন নেটিজেনরা। কারণ, এমন অদ্ভুত বন্ধুত্বের দৃশ্য আগে কেউ দেখেননি। সম্প্রতি ছিল বন্ধুত্ব দিবস। এদিন কাছের বন্ধুদের সম্পর্কে নানান পোস্ট করতে দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ব্যতিক্রমী নন এই অভিনেত্রী। তিনি একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে দিন অনুসারে তিনি কী কী শারীরিক কসরত করেন। জিমের মধ্যে প্রথম কয়েকদিন ভীষণ মনোযোগ দিয়ে চর্চা করেন মিমি। তবে এরপর হঠাৎ করেই পঞ্চম দিনে ঘটে-বিপত্তি।
সেখানে একটি মিম ভিডিও ব্যবহার করেছেন তিনি। যেখানে দেখা যায় এক ব্যক্তি গাড়িতে বসে তার সারা শরীরে চকোলেট মাখছেন। এই ভিডিওটির মাধ্যমে অভিনেত্রী বোঝাতে চেয়েছেন একটানা চার দিন শরীরচর্চা করার পর তিনি ফিরে যান তার পছন্দের খাবারের কাছে।
অর্থাৎ নিয়মে নিজেকে বাঁধলেও পছন্দের জিনিসকে দূরে রাখেন না তিনি। এই ভিডিওটি দেখার পর বেশ মজা পেয়েছে নেটিজেনরা। তারাও বিষয়টির সাথে সহমতপোষণ করেছেন। কারণ, খুব বেশিদিন প্রিয় জিনিস থেকে দূরে থাকা যায় না। আর তা যদি পছন্দের খাবার হয় তবে তো কোনো কথাই নেই।
আর এমনটাই যে অভিনেত্রী করে থাকেন তা বেশি ভালোমতোই জানেন সোশ্যাল মিডিয়াবাসী। কারণ, মাঝেমধ্যে তিনি একাধিক পোস্ট করেন। যেখানে দেখা যায় শরীরচর্চা ভুলে গিয়ে তিনি পছন্দের খাবারগুলি ভরপুর উপভোগ করছেন। যে তালিকায় আইসক্রিম, চকোলেট থেকে শুরু করে ঘরোয়া খাবারও থাকে।