দুধসাদা পোশাকে মেঝেতে শুয়ে আসেন শুভশ্রী! ‘তাকিয়ে দেখার যোগ্য’ জানালেন নিজেই

তিনি তাকিয়ে দেখার যোগ্য! এমনটাই জানালেন টলিউডের ‘লেডি সুপারস্টার’ শুভশ্রী গাঙ্গুলী। বর্তমানে তিনি টলিউড-সহ সোশ্যাল মিডিয়ায় রাজত্ব করছেন। নেপথ্যে রয়েছে তার বহু প্রতীক্ষিত সিনেমা ‘ধূমকেতু’। প্রাক্তন প্রেমিকের সাথে মনোমালিন্যই যেন এই সিনেমা সুপারহিট হওয়ার প্রধান কারণ হয়ে উঠেছে।

সিনেমা সংক্রান্ত বিষয়ে এতোদিন ব্যস্ত থাকার পর অবশেষে নিজস্ব সময় বের করেছেন তিনি। দীর্ঘদিন পর একটি ফটোশুট করাতে দেখা দিয়েছে তাকে। যেখানে আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠেছেন তিনি। ছবিতে দেখা যায় একে দুধসাদা বডিকন পোশাক পরে রয়েছেন, পায়ে লাল রঙের হাই হিল।

সাদা রঙের মেঝের ওপর কখনো শুয়ে আবার কখনো বসে পোজ দিয়েছেন। ক্যামেরার দিকে তাকিয়েছেন আত্মবিশ্বাসের সাথে। সবথেকে বেশি নজর কেড়েছে তার ক্যাপশনটি। কারণ, সেখানে লিখেছেন ‘তাকিয়ে থাকার যোগ্য’। অর্থাৎ তার এই লুক সকলের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম।

যা দেখার পর নানান প্রশংসাসূচক মন্তব্যে ভরিয়ে তুলেছেন নেটিজেনরা। বেশিরভাগ মানুষের একটাই মন্তব্য তিনি টলিউডের ‘লেডি সুপারস্টার।’ কঠোর পরিশ্রম করে এই জায়গা অর্জন করেছেন তিনি। উল্লেখযোগ্য, প্রাক্তন প্রেমিক দেবের সাথে তার শেষ অভিনীত সিনেমা ‘ধূমকেতু’।

যেটি মুক্তি পাওয়া নিয়ে নানান সংশয় ছিল সকলের মনে। তবে অবশেষে গত ১৪ই আগস্ট সেটি মুক্তি পেয়েছে। এরপরই তৈরি হয়েছে ইতিহাস। সর্বকালের সেরা ব্লকবাস্টার হিট হয়েছে সিনেমাটি। প্রথমদিকে আলাদা প্রমোশন করলেও শেষে একসাথে ট্রেলার লঞ্চ থেকে শুরু করে নৈহাটি বড়মা’র মন্দিরে আশীর্বাদ নিতেও পৌঁছেছিলেন।

error: Content is protected !!