চলতি বছরের শুরুতেই গাঁটছড়া বেঁধেছেন টলিউড অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য্য ও রুবেল দাস। দু’জনেই টলি পাড়ার ছোটো পর্দার জনপ্রিয় তারকা। তাদের একাধিক ধারাবাহিক যা বেশ জনপ্রিয় দর্শকমহলে। বর্তমানে তারা দু’জনে চুটিয়ে সংসার করছেন। আর সেই ছবি ও ভিডিও তারা মাঝেমধ্যে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে থাকেন।
তেমনই বিয়ের পর এবছর প্রথম জন্মদিন রুবেলের। স্বামীর জন্মদিনকে স্মরণীয় করে তুলতে এতটুকুও ত্রুটি রাখেননি শ্বেতা। ভালোবেসে ও যত্ন দিয়ে জন্মদিন পালন করেছেন রুবেলের। রুবেলের পছন্দের কেক এনে সেলিব্রেশন করলেন সকলে। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ও ভিডিও শেয়ার করে নিয়েছেন শ্বেতা নিজেই।
আরও পড়ুন,
*দেবকে সামনে পেয়ে জড়িয়ে ধরলেন এক মহিলা ভক্ত! টেনেহিঁচড়ে সরিয়ে নিয়ে গেল পুলিশ, দেখুন ভিডিও
তবে শুধু কেক নয়, একেবারে সকাল থেকেই জন্মদিনের ভূরিভোজ আয়োজন করতে দেখা গিয়েছে। জন্মদিনের দুপুরে থালা ভরা রুবেলের পছন্দের খাবারে ভরে উঠেছে টেবিল। আর সুন্দর একটি পাঞ্জাবি পরে বসে রয়েছেন রুবেল। এর পাশাপাশি শ্বেতা ও রুবেলকে একসঙ্গে ছবি তুলতেও দেখা গিয়েছে।
আরও পড়ুন,
পান্তাভাত খেয়ে রঘু ডাকাতের প্রচার! পরিচালকের গোপন রহস্য ফাঁস করলেন সোহিনী
সন্ধ্যায় কাস্টমাইজড কেক ও বেলুন দিয়ে সেজে উঠেছে চারিদিক। সেই কেকে দেখা যাচ্ছে একটি দম্পতি চুটিয়ে সিনেমা দেখছে। তাদের সামনে রয়েছে পপকর্ন, কোল্ডড্রিংকস্, পিৎজা। কেকের উপর লেখা রয়েছে, “এখন অনেক রাত তোমার কাঁধে আমার নিঃশ্বাস, আমি বেঁচে আছি তোমার ভালোবাসায়।” এর পাশাপাশি স্বামীকে জন্মদিন উপলক্ষে আইফোন গিফ্ট দিয়েছেন শ্বেতা।
ছবি পোস্ট করে শ্বেতা রুবলকে উদ্দেশ্য করে লিখেছেন, “হ্যাপি বার্থডে বর। তোমার জীবনে এই দিনটা বার বার ফিরে আসুক। তুমি খুব ভালো থেকো,সব সময় এই রকম হাসি খুশি থেকো,জীবনে অনেক সাফল্য আসুক তোমার। আর তোমার পাশে আমি থাকবো সারাজীবন। ভালোবাসি আর সারাজীবন ভালোবেসে আগলে রাখব তোমায়।”