ফোলা ঠোঁটের পর এবার কান্নার ছবি শেয়ার করলেন উর্ফি, কী হয়েছে উর্ফির? কী বললেন তিনি

সোশ্যাল মিডিয়ায় অদ্ভুত পোশাক পরে সকলের নজর কেড়ে নিতে পারেন তিনি। তার সাজ দেখলে যে কেউ যেমন মুগ্ধ হবেন তেমনই মাঝেমধ্যে অবাক হবেন। তিনি হলেন উর্ফি জাভেদ। তার পোশাকের উপর পরীক্ষানিরীক্ষা করার যে কৌতুহল তা নেট দুনিয়ার সকলকে মুগ্ধ করে। কিছুদিন আগে তার ফুলে যাওয়া ঠোঁটের ছবি ও ভিডিও দেখে সকলেই আঁতকে উঠেছিলেন।

আরও পড়ুন,
বাবা অভিনেতা, স্বামী প্রযোজক! কতটা সহজ ছিল অভিনয় যাত্রা? অকপট কোয়েল

এরই মাঝে এবার কান্নার ছবি শেয়ার করলেন উর্ফি? কী হয়েছে উর্ফির? যদিও সে বিষয়ে তিনি কিছুই বললেনি। উর্ফি বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে উর্ফির চোখে জল গড়িয়ে পড়ছে। তার চোখে মুখে কষ্টের ছাপ স্পষ্ট। আরেকটি ছবিতে দেখা যাচ্ছে তার কপাল ফুলে লাল হয়ে রয়েছে। এর পাশাপাশি আরও কিছু ছবি পোস্ট করেছেন যেখানে তাকে উরির সঙ্গে দেখা গিয়েছে।

আরও পড়ুন,
অবশেষে বাগদান সেরেই ফেললেন রশ্মিকা মন্দানা ও বিজয় দেবরকোন্ডা? ভাইরাল ছবি ঘিরে গুঞ্জন

এর পাশাপাশি গণেশ পুজোর ছবিও ভাগ করে নিয়েছেন তিনি। গণেশ পুজোতে তার সাজ মুগ্ধ করেছে নেট দুনিয়ার মানুষকে। তবে কি গণেশ পুজোর সময়ই চোট খেয়েছেন উর্ফি? ছবিগুলি পোস্ট করে উর্ফি লিখেছেন, “কাঁদলে কি ক্যালোরি ঝড়ে?” তার অনুরাগীরা বলছেন, “কী হয়েছে উর্ফির? তিনি ঠিক আছেন তো?”

কিছুদিন আগে তার ফুলে যাওয়া ঠোঁটের ছবি দেখে নেট দুনিয়ার মানুষ চমকে উঠেছিলেন। নিজেকে সুন্দর করে তোলার দৌড়ে এগোতে গিয়েও উর্ফি যে কোনও রাখঢাক করেন না তা এই ছবি ও ভিডিও তার প্রমাণ। উর্ফি সেইসময় বলেছিলেন, “এটি ফিলার্স নয়। আমি ফিলার্স সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।” উর্ফির এমন স্পষ্ট কথার জন্য অনেকেই সেইসময় তাকে বাহবা দিয়েছিলেন।

error: Content is protected !!