‘দোলনা বিছানা’য় ঘনিষ্ঠ আবীর চট্টোপাধ্যায়-মিমি চক্রবর্তী!

একান্তে প্রেমে মশগুল হতে বেছে নিয়েছেন সমুদ্রসৈকত! সেখানেই মন দেওয়া নেওয়ার পর্ব মিটিয়ে ঘনিষ্ঠ আবীর চট্টোপাধ্যায়-মিমি চক্রবর্তী! ক্যামেরা বন্দি হয়েছে তাঁদের অন্তরঙ্গ মুহূর্ত। মিমিকে পিঠে পিঠে নিয়ে চলছেন আবীর। আবার কখনও কোলে। ‘দোলনা বিছানা’য় ঘনিষ্ঠতা যেন আরও গাঢ়!

খোলা আকাশের নিচে নীল সমুদ্রকে সাক্ষী রেখে
এ ভাবে প্রেম করবেন তাঁরা? ভাবতেও পারেনি টলিউড। অথচ সেটাই করেছেন আবীর চট্টোপাধ্যায়-মিমি চক্রবর্তী। তবে, গল্প এখানেই শেষ নয়! বিকিনি লুকে সাগরের নোনা জলে উষ্ণতা ছড়িয়েছেন অভিনেত্রী মিমি। কখনও গাঢ় নীল বিকিনি তো আবার কখনও হলুদরঙা। আবীরও বেছে নিয়েছেন অন্য ধারার পোশাক।

এ বছর পুজোয় ৪টি ছবি মুক্তি পাচ্ছে। ‘রক্তবীজ ২’, ‘রঘু ডাকাত’, ‘দেবী চৌধুরাণী’। আবীর-মিমি দু’জনেই ‘রক্তবীজ ২’-তে আছেন। বাকিরা যখন তাঁদের পুজোর ছবির প্রচারে ব্যস্ত রয়েছেন ঠিক তখন প্রেমে মশগুল হতে সমুদ্রসৈকতে নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘রক্তবীজ ২’-এর নায়ক-নায়িকা! আসলে বুধবার মুক্তি পাবে পরিচালক জুটির ছবির গান ‘চোখের নীলে’। সেখানেই ‘কল্প দৃশ্য’-এ রোম্যান্টিক মুহূর্তে ধরা দেবেন আবীর-মিমি।

আরও পড়ুন,
পাঞ্জাবের বন্যার্তদের পাশে ভাইজান ও তার সংস্থা ‘বিইং হিউম্যান’, পৌঁছে দিলেন একাধিক ত্রাণসামগ্রী

সূত্র মারফত খবর, এই দৃশ্যের জন্য মিমি অনেক খেটেছেন। দিনে একবার করে খেতেন। শরীরে ট্যাটু করিয়েছেন। ছবির শুটিং হয়েছে তাইল্যান্ড। শুটিংয়ের দিন শরীর যাতে করে ছিপছিপে দেখায় তার জন্য জল পর্যন্ত খাননি তিনি! ছবিতে উভয়েই পুলিশ অফিসার। দ্বিতীয় ছবিতে অ্যাকশনের পাশাপাশি কাল্পনিক দৃশ্যে তাদেরকে রোম্যান্স করতেও দেখা যাবে।

গোটা বাংলার দর্শকরা আপাতত আবীর-মিমির পর্দার প্রেম দেখার জন্য মুখিয়ে আছেন।

error: Content is protected !!