দুই থেকে অবশেষে তিন হতে চলেছেন ভিকি-ক্যাটরিনা! কবে আসতে চলেছে কৌশল পরিবারের ছোট্ট সদস্য?

অবশেষে দুই থেকে তিন হতে চলেছেন তারা। কানাঘুঁষো অনেকদিন আগেই শোনা গিয়েছিল। অবশেষে সেই জল্পনা সত্যি হতে চলেছে। চলতি বছরের অক্টোবরের শেষ কিংবা নভেম্বরের শুরুর দিকে কৌশল পরিবারে আসতে চলেছে নতুন সদস্য। কিছুদিন আগেই একটি ভিডিও ভাইরাল হয়েছিল। সেখানে দেখা গিয়েছিল পনিটেল করে বাঁধা চুল, ঢিলেঢালা কোঅর্ড সেট, মুখে মাস্ক এবং মেকাপহীন লুকে ধীর গতিতে খুব সাবধানে বোটের সিঁড়ি বেয়ে উঠছেন ক্যাটরিনা।

স্ত্রী যতক্ষণ বোটে উঠছেন সেইসময় তাকে আগলে রাখছেন স্বামী ভিকি কৌশল। এদিকে এই বছর কুম্ভ মেলায় শাশুড়ির সঙ্গে স্নানের পর ক্যাটরিনাকে আর দেখা যায়নি। আর এসব দেখে অনুরাগীরা দুইয়ে দুইয়ে চার করতে সময় নেননি। এবার সেই জল্পনা যেনো সত্যি হল। যদিও তারকা দম্পতি তাদের সোশ্যাল হ্যান্ডেলে এই বিষয়ে কিছুই প্রকাশ্যে আনেননি। গাঁটছড়া বাঁধার সময়েও সকলকে চমকে দিয়েছিলেন তারা।

তেমনই ফের চমকের অপেক্ষায় রয়েছেন সকলে। যদিও অন্তঃসত্ত্বার বিষয়টি কাউকেই জানাতে দেননি ভিকি ও ক্যাটরিনা। তবে তারা তাদের প্রথম সন্তানের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তা স্পষ্ট। ছোটো সদস্য কবে আসছে কৌশল পরিবারে? সূত্রের মাধ্যমে জানা গিয়েছে, অক্টোবর মাসের শেষের দিকে কিংবা নভেম্বর মাসের শুরুর দিকে কৌশল পরিবারে আসতে চলেছে ছোট্ট সদস্য।

এদিকে বহুদিন ধরেই লাইমলাইট থেকে দূরে রয়েছেন ক্যাটরিনা কাইফ। জানা যাচ্ছে, মাতৃত্বকালীন সময়টা উপভোগ করতে চান তিনি। তাই দীর্ঘ বিরতি নিতে চলেছেন তিনি অভিনয় থেকে। জানা যাচ্ছে, চলতি বছরের বড়দিন ছোট সদস্যের সঙ্গেই কাটবে কৌশল পরিবারের। তবে কবে আসবে সেই সদস্য সেই বিষয়ে স্পষ্টত কিছু জানা যায়নি।

error: Content is protected !!