“মা হওয়া হয়তো পৃথিবীতে সবথেকে কঠিন কাজ”, ইনস্টাগ্রামে রিল শেয়ার করে কী বার্তা দিলেন কিয়ারা আডবানি?

চলতি বছরের জুলাই মাসে দুই থেকে তিন হয়েছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আডবানি ও সিদ্ধার্থ মালহোত্রা। তাদের সংসার ভরে উঠেছে একটি ছোট্ট ফুটফুটে প্রাণকে কেন্দ্র করে। কিয়ারা তার সারাদিনের কাজের ব্যস্ততা আপাতত তুলে রেখেছেন। গোটা সময়টাই তিনি মেয়ের জন্য খরচ করছেন। আর এমন সময় সদ্য মা হওয়ার পর নানান পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়। এর পাশাপাশি সন্তানদের জন্মের পর নিজের মায়ের প্রতি ভালোবাসা বেড়ে যায়। আর সেই অভিজ্ঞতা এবার তিনি সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।

নিজের মাতৃত্ব ও প্রতিদিন সাক্ষী থাকা নতুন নতুন অভিজ্ঞতা তাকে আরও পরিণত করেছে। এবার ইনস্টাগ্রামে একটি রিল শেয়ার করে নিয়েছেন কিয়ারা। যদিও তিনি মুখে কিছু বলেননি। তবে রিলে বলা কথা যেনো কিয়ারার বর্তমান সময়ের একটি প্রতিচ্ছবি হিসেবে ধরা দিয়েছে। রিলটিতে রিহানাকে দেখা গিয়েছে। তার কথায়, “মা হওয়া সম্ভবত পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ।”

তিনি আরও বলেন, “আমরা প্রায়ই বলি, তুমি অসাধারণ, আমি তোমাকে ভালোবাসি। কিন্তু বড় হয়ে বুঝি, মা তো যেন এক সুপারহিউম্যান! কম রিসোর্সে, নিখুঁত ভাবে সব সামলে নিয়েছেন। আমি সব সময়েই তাকে শ্রদ্ধা করতাম, কিন্তু মা হওয়ার পর সেই শ্রদ্ধা যেন আরও গভীর হয়েছে।” রিহানার কথাগুলি যেনো শুধু তার কথা নয়, বরং প্রত্যেকটি মায়ের কথা।

কপিল শর্মার শো-তে এসে পিতৃত্ব নিয়ে নিজের বক্তব্য রাখেন সিদ্ধার্থ মালহোত্রা। তার কথায়, তার জীবনে সবকিছুর নিয়ম বদলে গিয়েছে। বর্তমানে সন্তানই যেনো তার সবটা ঘিরে রয়েছে। কাজের ফাঁকে যখনই সুযোগ পাচ্ছেন সন্তানের উপর নজর রাখছেন। এখন রাতও জাগতে হচ্ছে অভিনেতা। সন্তান জন্ম দেওয়ার পাশাপাশি তাকে বড় করে তোলার লড়াই যেনো তারা এখন স্পষ্ট বুঝতে পারছেন।

error: Content is protected !!