এবার এক মহিলার বিরুদ্ধে থানায় এফআইআর করলেন কাঞ্চন মল্লিক। জানা যাচ্ছে, সমাজ মাধ্যমে ওই মহিলা কাঞ্চন মল্লিকের স্বর্গীয় মা’কে টেনে এনে নোংরা মন্তব্য করেছেন। আর সেই মন্তব্য নজরে আসার পর ক্ষুদ্ধ কাঞ্চন ও তার স্ত্রী শ্রীময়ী। আর ওই মহিলার কুরুচিপূর্ণ মন্তব্যের জন্য তার বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। এই বিষয় নিয়ে নিজের মেজাজ ধরে রাখতে পারলেন না শ্রীময়ী নিজেও।
সোশ্যাল মিডিয়ায় কাঞ্চনের পাশাপাশি শ্রীময়ী বেশ সক্রিয়। তিনি মাঝেমধ্যে নানান ছবি ও ভিডিও পোস্ট করেন। আর তা সমাজ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। কাঞ্চন ও শ্রীময়ী তাদের বিয়ের পরে নেট দুনিয়ার মানুষের কাছে একটি টার্গেটে পরিণত হয়েছেন। তাদের সমস্ত কাজেই যেনো নেট দুনিয়া এক বিচারসভার আয়োজন করে। তাদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের আর কিছুই বাকি রাখেন না তারা।
তবে এবার কাঞ্চন মল্লিকের স্বর্গীয় মায়ের নামে এক মহিলা কুরুচিকর মন্তব্য করেছেন। জানা গিয়েছে, ওই মহিলা উত্তরপাড়ার বাসিন্দা এবং পেশায় রূপটান শিল্পী। আর তাই কাঞ্চন মল্লিক উত্তরপাড়া থানায় এফআইআর দায়ের করার পাশাপাশি জানিয়েছেন, তিনি আগামী দিনে আইনজীবীর পরামর্শ মতন পরবর্তী পদক্ষেপ নেবেন। শ্রীময়ীর কথায়, “এই ভাষায় কেউ লিখতে পারে? আমি যথাযথ উত্তর দিয়েছি। কিন্তু গালাগাল তো আর দিতে পারব না! অনেক রাখঢাক করে যোগ্য জবাব দেওয়ার চেষ্টা করেছি।”
শ্রীময়ী আরও বলেন, “আমি চাই ওই মহিলাকে থানায় নিয়ে আসা হোক। দেখতে চাই ওর কত বুকের পাটা। আমাদের সামনে বলুক ওই কথা যা তিনি মন্তব্যে লিখেছেন।” এদিকে পরিস্থিতি এমন বেগতিক দেখে ওই মহিলা ক্ষমা চেয়েছেন। তিনি জানিয়েছেন, “ম্যাম, কালকের মন্তব্যের জন্য দুঃখিত। আমার ভুল হয়ে গিয়েছে। ক্ষমা করে দেবেন। আর ভুল হবে না।” যদিও কাঞ্চন পিছু হটছেন না। তিনি জানিয়েছেন এই ঘটনার তিনি শেষ দেখে ছাড়বেন।