Rani-Kajol: একসঙ্গে বাড়ির দুর্গাপুজোয় মেতে উঠলেন বলিউডের দুই জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জি এবং কাজল! ইতিমধ্যেই তাদের পুজোর একাধিক দৃশ্য উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে একদম বাঙালী সাজে পৌঁছে গিয়েছিলেন দু’জনে। সকলের সাথে হাসি ঠাট্টায় মেতে উঠেছিলেন কাজল ও রানী।
হয়তো অনেকেই জানেন মুখার্জি পরিবারে দীর্ঘদিন ধরে দুর্গাপুজোর প্রচলন রয়েছে। অবাঙালী স্থান হলেও মুম্বাইতে এই কদিন যেন এক টুকরো বাংলা গড়ে ওঠে। দুই বোন মিলে সমস্ত বিষয়ে তদারকি করেন আত্মীয়, পরিজন, অতিথি সবমিলিয়ে যেন এলাহি আয়োজন।
আরও পড়ুন,
পুলিশের বেশে এবার ভুয়ো নথির জেরে শ্রীময়ীর পিছনে কাঞ্চনের ‘দে ছুট’! আসল সত্যিটা কী?
মুম্বাইতে যে কয়েকটি দুর্গাপুজো হয় তার মধ্যে অন্যতম এই মুখার্জি বাড়ির দুর্গাপুজো। সম্প্রতি তারই এক ঝলক উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যায় রানী ও কাজল পরিবারের সদস্যদের সাথে মেতে উঠেছেন উৎসবে। কখনো তারা মা দুর্গার দিকে ফুল অর্পণ করছেন।
আবার কখনো প্রতিমার সামনে বসে তাকিয়েছেন ক্যামেরার দিকে। সবমিলিয়ে বলতে গেলে এই দিনগুলোর জন্যই যেন অপেক্ষা করছিলেন তারা। আর তাদের দুর্গাপুজোয় বলিউডের তাবড়-তাবড় তারকাদেরও উপস্থিতি লক্ষ্য করা যায়। খুব শীঘ্রই হয়তো সেইসব দৃশ্য উঠে আসবে সোশ্যাল মিডিয়ায়।
অন্যদিকে যদি আমরা কেরিয়ার দেখি তাহলে কিছুদিন আগেই মুক্তি পেয়েছে কাজলের নতুন ওয়েব সিরিজ ‘দ্য ট্রায়াল’। যেখানে তার বিপরীতে রয়েছেন যীশু সেনগুপ্ত। আর রানী মুখার্জি ভূষিতা হয়েছেন জাতীয় পুরস্কারে। দীর্ঘ সময়ের কেরিয়ারে এই প্রথম জাতীয় স্বীকৃতি লাভ করলেন তিনি। তাইতো এই বছরের পুজোটা আরো বেশি আনন্দের হয়ে উঠেছে তার জন্য।