Koel: নিজের পোশাক রেখে দিদি ও বৌদিদের পোশাক পরেন কোয়েল! জানালেন অজানা তথ্য

Koel: নিজের পোশাক নয় বরং বেশিরভাগ সময় বৌদি বা দিদিদের পোশাক ও গয়নাই পরেন অভিনেত্রী কোয়েল মল্লিক (Koel)। সম্প্রতি এমনই অজানা তথ্য তিনি তুলে ধরেছেন সকলের সামনে। সম্প্রতি একটি সাক্ষাৎকারের ভিডিও উঠে এসেছে। সেখানে তিনি তার জীবনের নানান অজানা তথ্য খোলা বইয়ের মতোন তুলে ধরেছেন দর্শকদের সামনে।

প্রথমে তাকে জিজ্ঞেস করা হয় তার পোশাক সম্পর্কে। যে এমন কোন পোশাক তার রয়েছে যেগুলো তিনি কাউকে দিতে রাজি নন? তবে তিনি তার উত্তরে মজাদার কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘এগুলো তো আমার বৌদি বা দিদিকে জিজ্ঞেস করা উচিত। কারণ, আমি নিজের পোশাক খুব একটা পরি না।’

‘যদি কোনো পুজোর সময় আমি দেখি আমার বৌদির শাড়িটা সুন্দর তাহলে আমি সেটা চেয়ে নিই অথবা যদি দেখি আমার দিদির কানের দুলটা সুন্দর আমি তার কাছ থেকে সেটা নিয়ে নিই।’ যা শোনার পর বেশ মজা পেয়েছেন নেটিজেনরা। আসলে অভিনেত্রী হলেও তার মধ্যে শিশুসুলভ ব্যাপারটা রয়েছে।

অন্যদিকে তার কাছে আরো জানতে চাওয়া হয় তিনি ভালবাসায় থাকতে পছন্দ করেন নাকি ভালোবাসায় রাখতে পছন্দ করেন? উত্তর তিনি বলেন, ‘আমি বরাবর ভালোবাসায় রাখতে পছন্দ করি। কারণ, আমার কাছের মানুষগুলো যদি ভালো থাকে তবে আমিও ভালো থাকবো।’

এখানেই শেষ নয় তিনি তার জীবনের বেশ কিছু আদর্শকেও তুলে ধরেছেন। বলেছেন তার নিজস্ব একটা তালিকা আছে যেখানে কোনটা ঠিক কোনটা ভুল তা স্পষ্ট করে লিখে রেখেছেন। আর সেইভাবেই তিনি বড়ো হয়েছেন এবং তার ছেলেমেয়েকেও সেই শিক্ষাই দিয়ে চলেছেন।

error: Content is protected !!