তামিলনাড়ুতে ফের সক্রিয় হয়েছে উত্তর-পূর্ব মৌসুমী বায়ু। রাজ্যের একাধিক জেলায় শুরু হয়েছে প্রবল বৃষ্টিপাত। পরিস্থিতি বিবেচনা করে আজ, বুধবার (১৬ অক্টোবর), তিন জেলার সমস্ত স্কুলে একদিনের ছুটি ঘোষণা করেছে প্রশাসন।
জানা গিয়েছে, থেনি, টেনকাসি ও নেল্লাই জেলায় টানা ভারী বৃষ্টির জেরে জেলা প্রশাসনের পক্ষ থেকে সমস্ত সরকারি ও বেসরকারি স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। নেল্লাইয়ের জেলা কালেক্টর সুকুমার জানান, মধ্যরাত থেকে অবিরাম বৃষ্টিপাতের ফলে বহু রাস্তা জলমগ্ন হয়ে পড়েছে। শিক্ষার্থীদের সুরক্ষার স্বার্থে বুধবার জেলার সব স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে।
খবর
ভিন্ধর্মে প্রেম মানতে নারাজ পরিবার, অবসাদে আত্মঘাতী প্রেমিক, খবর পেয়ে আত্মহত্যা প্রেমিকার
মৌসম দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ থেনি, টেনকাসি, নেল্লাই ও রামানাথপুরম জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই চার জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা (Orange Alert)। পাশাপাশি কাল্লাকুরিচি, ভিলুপুরম, চেঙ্গলপাট্টু, কাঞ্চিপুরম, চেন্নাই, তিরুভাল্লুর, কুড্ডালোর, মায়িলাদুথুরাই, নাগাপট্টিনম, থিরুভারুর, থাঞ্জাভুর ও পুডুকোট্টাই জেলাতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
কন্যাকুমারী, থুথুকুডি, বিরুধুনগর, মাদুরাই, শিবগঙ্গা, ডিন্ডিগুল, তিরুপুর, কোয়েম্বাটুর, নীলগিরিস এবং ইরোড জেলাতেও বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
টানা তিন দিনের বৃষ্টিতে নেল্লাই জেলার একাধিক এলাকা জলমগ্ন। ওয়াশারম্যানপেটের চেল্লাপান্ডিয়ান ফ্লাইওভার ও আশপাশের রাস্তায় যানবাহন চলাচল ব্যাহত হয়েছে। পশ্চিমঘাটে লাগাতার বৃষ্টিপাতের ফলে নাম্বিয়ার নদীতে জলের স্রোত বেড়েছে, কিছু এলাকায় প্লাবনের আশঙ্কাও দেখা দিয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, রাস্তা থেকে জল নিষ্কাশনের কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী ২৪ ঘণ্টা রাজ্যের দক্ষিণ ও মধ্যাঞ্চলের জেলাগুলিতে আরও ভারী বৃষ্টি হতে পারে।
মূল পয়েন্টসমূহ:
আজ (১৬ অক্টোবর) থেনি, টেনকাসি ও নেল্লাই জেলায় সমস্ত স্কুলে ছুটি।
চার জেলায় জারি হয়েছে কমলা সতর্কতা।
একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস।
নেল্লাইয়ে রাস্তাঘাট জলমগ্ন, যান চলাচল ব্যাহত।