ট্রেনে চেপে যাত্রা, অথচ নিরাপত্তাহীনতার আতঙ্ক পিছু ছাড়ছে না। সম্প্রতি এমনই এক ভয়ঙ্কর অভিজ্ঞতার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। ভারতীয় রেলের এক মহিলা যাত্রী ইনস্টাগ্রামে তাঁর ট্রেনযাত্রার ভয়ানক অভিজ্ঞতা শেয়ার করেছেন, যা দেখে নেটিজেনরা হতবাক।
ভিডিওটি পোস্ট করেছেন নেহা নামের এক তরুণী। তিনি জানান, একটি স্লিপার কোচে সংরক্ষিত আসনে যাত্রা শুরু করেছিলেন। কিন্তু ট্রেন ছাড়ার কিছুক্ষণের মধ্যেই তাঁর কামরাটি ভরে যায় অসংরক্ষিত যাত্রীতে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে সারা রাত এক মুহূর্তের জন্যও চোখের পাতা এক করতে পারেননি তিনি।
বিনোদন
বলিউডে ফের শোকের ছায়া, প্রয়াত অভিনেতা পঙ্কজ ধীর — শোকপ্রকাশ অনুপম খেরের
ভিডিওতে দেখা যায়, ট্রেনের করিডোর থেকে শুরু করে টয়লেট পর্যন্ত ঠাসা যাত্রী। কেউ সিটের সামনে, কেউ নিচে বসে। নেহা ক্লান্ত ও উদ্বিগ্ন মুখে বলেন, “আমি সত্যিই বিরক্ত। ট্রেনে সর্বত্র শুধু মানুষই মানুষ। এটা কীভাবে সম্ভব?”
খবর
হঠাৎ ঘোষণা! আজ সব স্কুল ছুটি – প্রবল বর্ষণে বিপর্যস্ত তামিলনাড়ু
ক্যাপশনে নেহা লিখেছেন, “আমার প্রোফাইলের দ্বিতীয় ভিডিওটি দেখুন। অবশেষে আমি আমার আসন ফিরে পেয়েছি। উত্তর ভারতে ভ্রমণের সময় এমন পরিস্থিতির জন্য প্রস্তুত থাকা দরকার। আমি যা পারছি সহ্য করছি, কিন্তু অন্তত এটা সবার সামনে তুলে ধরা আমার কর্তব্য।”
এরপর আরেকটি ভিডিও পোস্ট করে তিনি জানান, রাতের দিকে কয়েকজন পুরুষ তাঁর বার্থের কাছাকাছি এসে বসে পড়েছিল। এমনকি তাঁদের মধ্যে কেউ কেউ ঘুমের মধ্যে তাঁর সিটের প্রায় উপরে চলে আসছিল। তিনি লেখেন, “এই যাত্রা একদম সহজ ছিল না। আমি রেল হেল্পলাইন নম্বর ১৩৯-এ ফোন করেছিলাম, কিন্তু কোনও সাড়া পাইনি। হয়তো তাঁদের উদ্দেশ্য খারাপ ছিল না, কিন্তু এই অবস্থায় নিজেকে খুবই অসহায় মনে হচ্ছিল।”
খবর
ভিন্ধর্মে প্রেম মানতে নারাজ পরিবার, অবসাদে আত্মঘাতী প্রেমিক, খবর পেয়ে আত্মহত্যা প্রেমিকার
তরুণীর পোস্ট ঘিরে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে ব্যাপক প্রতিক্রিয়া। বহু ব্যবহারকারী নেহার সাহসের প্রশংসা করেছেন। একজন লিখেছেন, “সংরক্ষিত কামরায় এমন ঘটনা লজ্জাজনক। রেলের উচিত অবিলম্বে ব্যবস্থা নেওয়া।” অন্য একজন মন্তব্য করেন, “এটা খুবই সাধারণ সমস্যা, কিন্তু কেউ প্রতিবাদ করতে সাহস পায় না। নেহা যা করেছেন, তা সত্যিই প্রশংসনীয়।”
তবে এখনও পর্যন্ত ভারতীয় রেলের তরফে এই ঘটনার বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।
সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় নেহার ভিডিও এখন আলোচনার কেন্দ্রবিন্দু। প্রশ্ন উঠছে— সংরক্ষিত কামরাতেও যদি নিরাপত্তা থাকে না, তবে সাধারণ যাত্রী, বিশেষত মহিলা যাত্রীরা নিরাপদে ভ্রমণ করবেন কীভাবে?
ভিডিওটি ইনস্টাগ্রামে ভাইরাল, লক্ষাধিক ভিউ ও হাজারো মন্তব্যে ভরেছে কমেন্ট বক্স। নেহার অভিজ্ঞতা এখন গোটা দেশের রেলব্যবস্থার নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে।