মায়ের আগমনীর আর বেশিদিন নেই । শহরের পার্লার জিমগুলিতে ভিড় লেগে গেছে এখন থেকেই তার সাথে সাথে শপিংমল কেনাকাটা জায়গা। শুধু নিজেকে সাজালেই হবে না তার সাথে সাথে নিজের বাড়িটাকেও সুন্দর করে তুলতে হবে। এই সৌন্দর্য বাড়িয়ে তোলার অন্যতম একটি জিনিস হচ্ছে কার্পেট । মেঝেতে কার্পেট পাতা থাকলে খুব সুন্দর লাগে দেখতে । কার্পেট মেঝের সৌন্দর্যকে দ্বিগুণ করে তোলে । শুধু কার্পেট পাতলেই হবে না তার সাথে সাথে কার্পেটকে সুন্দরভাবে যত্ন সহকারে পরিষ্কার রাখতে হবে। কার্পেটের মধ্যে ধুলো জমে থাকলে দেখতে খুব খারাপ লাগে বা কোন দাগ থাকলেও দেখতে খুবই খারাপ লাগে ।

কার্পেট পেতে তার ওপর সোফা সেট বা অন্য কিছু রাখলে অনেকদিন যাবৎ থাকলে কার্পেটটি নষ্ট হয়ে যায়। কার্পেট এর উপর আলাদা রাগ পেতে দিলে কার্পেট অনেকদিন ভালো থাকবে। এছাড়াও কার্পেট কে ভালো রাখতে বা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আমরা অনেক কিছুই করতে পারি । এক রঙা কার্পেট বিছানো হলে তা অল্প দিনের মধ্যেই নোংরা হয়ে যায়। এর পরিবর্তে রঙিন কার্পেট যদি পাতা হয় তাহলে অনেকদিন ভালো থাকে এবং পরিষ্কার করতে সুবিধা হয়। স্পেশালি শিশুদের ঘরে সুতি বা জুটের কার্পেট পাতা হলে ভালো হয় ।

অনেক সময় কার্পেটে যদি কোন খাবারে দাগ লেগে যায় তা তুলতে ভিনেগার ব্যবহার করুন । এই জায়গায় দাগ পড়েছে ওই জায়গায় দু-এক ফোঁটা ফিনিগার কোনো তরল সাবান দিয়ে হালকা ঘষে পরিষ্কার করে দিন । কোথাও কলমের কালি বা অন্যান্য কোন দাগ লাগলে ভিনিগার স্প্রে করে মুছে দিতে পারেন পরিষ্কার হয়ে যাবে । ভ্যাকুয়াম বা হালকা ঝারন দিয়ে সবসময় নিয়মিত কার্পেট পরিষ্কার রাখুন ।

কার্পেটে যদি জল পড়ে যায় সেই জায়গায় কোন কিছু দিয়ে ঘষাঘষি করবেন না কোন একটা পুরু তোয়ালে নিয়ে সেই তোয়ালে সেই জলের ওপর রেখে দিন তার ওপর ভারি কিছু চাপা দিন জল শুষে নেবে । এবং তাড়াতাড়ি শুকিয়ে যাবে তার উপর বেকিং সোডার সাথে কয়েক ফোটা তার্পিন তেল মিশিয়ে ওই মিশ্রণটা মেঝেতে ছড়িয়ে দিন । কুড়ি মিনিট পর ভ্যাকিউম দিয়ে সে জায়গাটা পরিষ্কার করে দিন কার্পেট আবার তার সুন্দর উজ্জ্বলতা ফিরে পাবে।

আরও পড়ুন,
*পুজোর আগেই চাঙ্গা হবে শরীর! নিয়ম মেনে করুন সমকোণাসন