৪০ পেরিয়েও আইবুড়ো দেব, ‘মানুষ এতটা ব্যস্ত …’ অন্য মানুষকে সময় দেওয়া প্রসঙ্গে কী বললেন রুক্মিণী?

20240830 202454 hhpWhzmu7Y

জীবনে বিবাহ করাটাই প্রয়োজনীয় নয়, বরং দুটো মানবেরই ভালো থাকাটা বেশি প্রয়োজনীয়। তাইতো বাংলা সিনেমার প্রিয় অভিনেতা দেব ৪০ বছর পেরিয়েও আইবুড়ো নামের উপাধি মোচন করতে পারেনি। শোনা যায় রুক্মিণী মিত্রের সাথে ভালোবাসার সম্পর্কে জড়িয়ে যায় তৃণমূলের অভিনেতা সাংসদ।

দেবের হাত উপলক্ষ করেই অভিনয় জগতে নামলেন রুক্মিণী মিত্র। এখন টলিপাড়ার বিখ্যাত অভিনেত্রী। কাজ করেছেন বলিউডে তাও আবার স্বচেষ্টায়। প্রথম থেকেই নিজেদের এই সম্পর্কের কথা গোপন রাখেননি। তবে নিজের জীবনের ঘটনা ব্যক্তিগত রাখতেই ভালোবাসেন।

সবেমাত্র সৌদি আরব থেকে দুজনে মিলে একসাথে ঘুরে এলেন। তবে একসাথে কোন ফটো শেয়ার করেননি। কবে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন দুজনে? এই প্রশ্নের উত্তর বারবার পরিহার করেন তারা। সিনেমা জগতের থেকে দেবের নামে সেভাবে কোন রটনা নেই।

শুভশ্রীর সাথে বিচ্ছেদের পর রুক্মিণীর সাথে প্রেমের সম্পর্কে যুক্ত হয় অভিনেতা। রুক্মিণী তার ক্ষমতার উদ্ভব, সকলের সামনে প্রেয়সির সুখ্যাতি করতে কৃপণতা করেন না দেব। দুজনের এই সুন্দর সম্পর্কের পেছনে গুপ্ত কথাটা কি? এক সাক্ষাৎকারে রুক্মিণী বলেছেন, সম্বন্ধে এমন কোন সংকট আসে না, যা কিনা সময়ের সাথে বদলায় না।

আর কোন মানুষ এতটাও ত্বরান্বিত হতে পারে না, যে সে অন্য মানুষকে টাইম দিতে পারছেন না। আর এই প্রত্যাসা থেকে একেঅপরের প্রতি সময় বার করে নেই দুজনেই। দেব-রুক্মিণীর সম্পর্কের প্রকাশ করে দুই পরিজনের মত দিয়েছেন।

আরও পড়ুন,
*যিশুর সঙ্গে সম্পর্ক ইতি! এই পরিস্থিতিতে মন না কি মাথা, কাকে এগিয়ে রাখছেন দুই কন্যার মা নীলাঞ্জনা?