Salman Khan: তিনি বলিউডের ভ্রাতা(ভাইজান)। সালমান খান ষাট বছরে পৌঁছেও তার বার্ধক্য এখনো পৌঁছায়নি, তার অনেক ভক্ত রয়েছে। ভ্রাতার অনুগামীরা এতটাই বিশ্বস্ত যে, ভাইয়া যাই করুক না কেন, ভক্তরা তাকে ভালোবাসায় ভরিয়ে দেয়। কিন্তু বুধবার ইকো ফ্রেন্ডলি গণেশ পূজার আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে অস্থিরতা মুখে পড়তে হয় তারকাকে। তাও এমন কারণে যা যথাযথ অবিশ্বাস্য।
এই বয়সেও দেহ উদ্যোগী সালমান। প্রতিদিন শরীর ক্রীড়াঙ্গন করেন। তবে কিছুদিন আগে জিন্স ও টি শার্ট পরে নৃত্য করতে গিয়ে সালমানের ‘উদর’ বেরিয়ে এলো। ওয়ান্টেড সিনেমার চার্টবাস্টার সংগীতে জলওয়ার আইকনিক স্টেপ রিক্রিয়েট করতে গিয়ে যথাযথ প্রবলতা পেলেন সালমান।
সংগীতের হুক স্টেপের নাচলেও ভরা স্টেজে ভাইয়া মোটা দেহ নিয়ে এগিয়ে এলো আড়দৃষ্টিতে। এই জনপ্রিয় ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে পড়তেই টোলপুলিশরা কোলাহলপূর্ণ। একজন লিখেছেন, ‘উদোরটা একদম ঝুলে গেছে।’ আরেকজন বলেন , ‘বয়সের ছাপ, সালমান বার্ধক্য হচ্ছেন।’ আরেকজন লিখেছেন , ‘জওলয়া কোথায় গেছে, এটা তো পুরো হালুয়া।’
অনুগামীরা অবশ্য সালমানের পাশে দাঁড়িয়েছেন। প্রায় ৩৫ বছরের অভিনয় জগতে সালমান খান। নিজের দেহ ধরে রাখতে খাওয়া-দাওয়া কিংবা শরীর ক্রীড়াঙ্গন সবকিছু নিয়ে মনোযোগী। তাই এই ক্ষুদ্র ব্যাপারের জন্য এমন মন্তব্য করা উচিত নয় এটা অনুগামীদের দাবি। এইদিকে ঘরে ঘরে গণেশ পুজোর খবর পৌঁছে দিলেন সালমান।
এই অনুষ্ঠানে এক ফিল্ম পাওয়া গেছে ‘হাম সাথ সাথ হ্যায়’ এর সিনেমার প্রেম ও প্রীতিকে! সালমানের সাথেই হাসিমুখে ছবি তুললেন সোনালী বেন্দ্রে। এই সিনেমার শুটিং চলাকালীন কৃষ্ণসার হরিণ শিকার মামলায় নাম উঠে আসে তার। সেই মামলা এখনো কোর্টে চলছে। তবে পুরনো সখা সোনালীকে সেদিন আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানান সালমান খান।
আরও পড়ুন,
*৪০ পেরিয়েও আইবুড়ো দেব, ‘মানুষ এতটা ব্যস্ত …’ অন্য মানুষকে সময় দেওয়া প্রসঙ্গে কী বললেন রুক্মিণী?