উত্তর ২৪ পরগনা জেলার গোবরডাঙা থানার পায়রাগাছি এলাকায় শনিবার সকাল থেকেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, এলাকার পরিচিত চিকিৎসক গৌতম ঢালী এবং তাঁর পরিবারের সদস্যদের নাম বাংলাদেশের ভোটার তালিকায় থাকার পাশাপাশি ভারতের ভোটার তালিকায়ও রয়েছে। বিষয়টি সামনে আসতেই এলাকায় তীব্র আলোচনা শুরু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গৌতম ঢালীর বাবা তারকনাথ ঢালী প্রায় দশ বছর আগে বাংলাদেশ থেকে ভারতে চলে আসেন এবং উত্তর ২৪ পরগনার গোবরডাঙায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন। বর্তমানে তিনি বেড়গুম-২ গ্রাম পঞ্চায়েতের ১৬৪ নম্বর বুথের ভোটার। তবে অভিযোগ উঠেছে, এখনও তাঁর নাম বাংলাদেশের সাতক্ষীরা জেলার ভোটার তালিকাতেও রয়েছে।
খবর
KTM ইলেকট্রিক সাইকেল ২০২৫: স্টাইল, শক্তি ও স্থায়িত্বের নিখুঁত সংমিশ্রণ
তারকনাথ ঢালীর দাবি, তিনি বহু বছর ধরে বাংলাদেশ ফেরেননি এবং দীর্ঘদিন ধরেই পশ্চিমবঙ্গে বসবাস করছেন। এলাকায় তাঁর পরিবার পরিচিত ও সক্রিয় সমাজজীবনের অংশ। তবে, স্থানীয়দের একাংশের অভিযোগ — শুধু তারকনাথ ঢালী নন, তাঁর আরও কয়েকজন আত্মীয় সম্প্রতি বাংলাদেশ থেকে ভারতে এসে ভোটার তালিকায় নাম তুলেছেন, এমনকি তাঁদের মধ্যে কেউ কেউ সরকারি চাকরিতেও কর্মরত।
এই ঘটনা প্রকাশ্যে আসতেই পঞ্চায়েত ও প্রশাসনিক মহলে হইচই পড়ে যায়। বেড়গুম-২ গ্রাম পঞ্চায়েতের প্রধান ঝুমা ঘোষ বলেন, “আমি এ বিষয়ে আগে কিছুই জানতাম না। সংবাদমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছি। প্রশাসনের কাছে অবিলম্বে বিষয়টি জানানো হবে।”
খবর
সংকটে উত্তর কলকাতার ঐতিহ্য, হাতে টানা রিকশাচালকদের নবান্নের দোরগোড়ায় আবেদন
খবর পেয়ে গোবরডাঙা থানার পুলিশ দুপুরেই ওই বাড়িতে পৌঁছে যায়। পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হয় এবং তাঁদের নথিপত্র খতিয়ে দেখা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিক তদন্তের পর প্রয়োজনে উচ্চপদস্থ প্রশাসনিক কর্তৃপক্ষকে অবহিত করা হবে।
এই ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক ও সামাজিক মহলে উদ্বেগ ছড়িয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, কীভাবে একইসঙ্গে দুই দেশের ভোটার তালিকায় একই পরিবারের নাম থাকতে পারে।
গোবরডাঙা থানার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, “পরিবারের সব নথি পরীক্ষা করা হচ্ছে। তদন্তের পরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। পরিস্থিতি শান্ত রয়েছে, তবে আমরা স্থানীয়দের সঙ্গে যোগাযোগ রাখছি।”
ঘটনার সারসংক্ষেপ:
চিকিৎসক গৌতম ঢালী ও পরিবারের বিরুদ্ধে অভিযোগ: দুই দেশের ভোটার তালিকায় নাম
গোবরডাঙা থানার পুলিশ তদন্তে নেমেছে
পঞ্চায়েত প্রধান অবগত নন, প্রশাসনকে জানানো হবে
এলাকায় চাঞ্চল্য ও নাগরিকত্ব নিয়ে প্রশ্ন
ঘটনাটি এখন গোবরডাঙা জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু, এবং প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে স্থানীয়রা।
খবর
*KTM ইলেকট্রিক সাইকেল ২০২৫: স্টাইল, শক্তি ও স্থায়িত্বের নিখুঁত সংমিশ্রণ
#Gobardanga #North24Parganas #BangladeshVoterList #IndiaVoterList #DrGautamDhali #CitizenshipControversy #PoliceInvestigation #FakeVoter #Payragachi #BengalNews