Raj-Subhasree: দীর্ঘদিন পর একসঙ্গে ধরা দিলেন ‘রাজশ্রী’ জুটি। রোমান্টিক মুডে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী শুভশ্রী (Subhasree)। যা দেখার পর চোখ ফেরাতে পারছেন না ভক্তরা। প্রত্যেকের কাছে আদর্শ জুটি রাজ (Raj) ও শুভশ্রী। কীভাবে কেরিয়ার সামলে সংসারও মন দিয়ে করতে হয় তা বেশ বুঝিয়ে দিচ্ছেন তারা।
দুই সন্তানকে মানুষ করার পাশাপাশি কর্মক্ষেত্রে ভীষণভাবে সক্রিয় এই দু’জন। একজন যেমন পরিচালনার সাথে যুক্ত তেমন অন্যজন চুটিয়ে কাজ করে বেড়াচ্ছেন সিনেমায়। এমনকি কঠিন পরিশ্রমের মাধ্যমে ‘লেডি সুপারস্টার’এর তকমা পেয়েছেন তিনি।
সোশ্যাল মিডিয়াতে ভীষণই সক্রিয় তারা। সম্প্রতি শুভশ্রী বেশ কয়েকটা ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে তাদের পরনে রয়েছে ধূসর রঙের পোশাক। একজন পরেছেন পাঞ্জাবী এবং অন্যজন শাড়ি। কখনো একে অপরকে জড়িয়ে ধরেছেন, আবার কখনো মুগ্ধভাবে তাকিয়ে রয়েছেন দু’জন দু’জনের দিকে।
ভীষণই আদুরে ভঙ্গিমায় পোজ দিতে দেখা গিয়েছে তাদের। যা দেখার পর চোখ সরাতে পারেননি নেটবাসী। বিভিন্ন প্রশংসাসূচক মন্তব্যে তাদের ভরিয়ে তুলেছেন সকলে। বেশিরভাগ মানুষের মুখে একটাই কথা সময়ের সাথে সাথে তাদের ভালোবাসা বেড়েই চলেছে। তাদের দেখে অন্যদের শেখা উচিত কীভাবে ভালো রাখতে হয়।
অন্যদিকে সম্প্রতি প্রকাশ্যে এসেছে শুভশ্রীর আগামী কাজ ‘অনুসন্ধান’এর প্রথম ঝলক। ইতিমধ্যেই সেটি ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। সমাজের এক অন্ধকার দিককে তুলে ধরা হবে এই ওয়েব সিরিজে। যেটি মুক্তি পাবে আগামী মাসে। অন্যদিকে রাজ ব্যস্ত রয়েছেন তার পরবর্তী সিনেমা ‘হোক কলরব’ নিয়ে। এক কথায় বলতে গেলে কেরিয়ারের মধ্যগগনে রয়েছেন তারা দু’জন।
#Raj #Subhasree #Couple #Tollywood