কাঞ্চন-ই শ্রীময়ীর মূল্যবান গয়না, তাই এবারের ধনতেরাসে মেয়ে কৃষভিকে সোনার উপহার দিলেন কাঞ্চন, কী উপহার পেলো কৃষভি!

গত শনিবার গিয়েছে ধনতেরাস। অবাঙালিদের উৎসব হলেও বর্তমানে বাঙালিরাও এই উৎসব আনন্দ নিয়ে পালন করে। এই দিনে ধন কিনে ঘরের ধনের আরও শ্রী বৃদ্ধি করা হয়। তবে এবারের ধনতেরাসে কি কিনলেন টলি পাড়ার অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ? তার গয়নার বাক্সে নতুন কোন গয়নাটির সংযোজন ঘটল? শ্রীময়ী জানিয়েছেন, এবছর মেয়ে কৃষভিকে সোনার গয়না কিনে দিয়েছেন কাঞ্চন। সেটি তাদের ঘরের একমাত্র লক্ষ্মীর জন্য এই ধনতেরাসের উপহার।

বিনোদন
দর্শকদের ভিড় সামলাতে চিৎকার যিশু সেনগুপ্তর! সমাজমাধ্যমে সমালোচনার ঝড়

তবে শুধু মেয়ে কেনো? মেয়ের মা’কে কাঞ্চন মল্লিক কী দিলেন? যদিও এই প্রশ্নের জবাবে শ্রীময়ী জানিয়েছেন, তার গয়নার প্রতি বিশেষ ঝোঁক নেই। তার সংযোজনে যে যে গয়না রয়েছে তাতেই তিনি বেশ সন্তুষ্ট। শ্রীময়ী জানান, কাঞ্চন তাকে ফুলশয্যার দিন জিজ্ঞেস করেছিলেন, “কী গয়না চাই?” উত্তরে শ্রীময়ী জানিয়েছিলেন, “গয়না নয়, ইউরোপে বেড়াতে যাব।”

বিনোদন
Indian Idol 16: হাতে দোতারা, পরনে পাটানি, ইন্ডিয়ান আইডলে রাজবংশী কন্যা বনশ্রীর ঝলক, মুগ্ধ শ্রেয়া ঘোষাল-বাদশা- বিশাল দাদলানি

যদিও কাঞ্চন সেখানে ক্ষান্ত থাকেননি। এরপর তিনি তার সদ্য বিবাহিত স্ত্রী-এর হাতে তুলে দিয়েছিলেন তার মায়ের কানপাশা, লোহা বাঁধানো সহ আরও একাধিক গয়না। যদিও মেয়ে হিসেবে গয়নার প্রতি ঝোঁক না থাকলেও শ্রীময়ী তার মেয়ের আগামী দিনের কথা ভেবেও কি গয়না বানাতে চান না? যদিও এই প্রশ্নের উত্তরের শ্রীময়ী স্পষ্ট জবাব দিয়েছেন।

বিনোদন
বাবা ও মেয়ের মুখের গড়ন অবিকল এক, এবার সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে নিজেই স্বীকার করলেন শ্রীময়ী চট্টরাজ

তিনি জানিয়েছেন, কৃষভির সময় গয়নার ঝোঁক তখন প্রায় বিলুপ্ত হয়ে যাবে। যদিও শ্রীময়ীর গয়নার বাক্সে যা গয়না আছে তাতে কৃষভির জন্য যথেষ্ট, এমনটাই জানান শ্রীময়ী। শ্রীময়ীর গয়নার বাক্সে যেমন কঞ্চনের দেওয়া নতুন গয়না রয়েছে, তেমনই রয়েছে পুরোনো দিনের ভারী গয়না। তার শাশুড়ি মায়ের আংটি, সীতাহার, লোহা বাঁধানো সহ একাধিক গয়না রয়েছে শ্রীময়ীর কাছে। যদিও শ্রীময়ী নিজের জন্য ধনতেরাসে কিছু না কিনলেও ঠাকুরের জন্য কিনেছেন সোনার জল করা মুকুট, হার ও রূপোর বাসন।

#dhanteras #krishvisreemoyeekanchan

error: Content is protected !!