Srabanti: মা কালীর আরাধনায় অভিনেত্রী শ্রাবন্তী! ভাগ করে নিলেন মিষ্টি ছবি

Srabanti: দুর্গাপুজোর পর এবার কালীপুজোয় মেতে উঠলেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী (Srabanti)! সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরলেন তারই কিছু ঝলক। বাঙালীর বারো মাসে তেরো পার্বণ! প্রত্যেক মাসেই কোনো না কোনো অনুষ্ঠান লেগেই রয়েছে। এই যেমন কিছুদিন আগেই গেলো বাঙালীর শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো।

দেখতে দেখতে লক্ষ্মীপুজো এবং অবশেষে কালীপুজো। মায়েরই আরেক রূপের আরাধনায় মেতে উঠেছেন আপামর বাঙালী। ব্যতিক্রমী নন অভিনেত্রী শ্রাবন্তীও। এদিন বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন তিনি। যেখানে দেখা যায় মা কালীর প্রতিমার সামনে দাঁড়িয়ে রয়েছেন।

কখনো হাসিমুখে পোজ দিয়েছেন আবার কখনো হাতজোড় করে প্রণাম করছেন। এদিন তাকে একটি গোলাপী রঙের সালোয়ার পরিহিত অবস্থায় দেখা দিয়েছে। পোশাকটি পরে রীতিমতো ঝলমল করে উঠছিলেন তিনি। সাথে মানানসই গয়না ও খোলা চুল তাকে ভীষণই আকর্ষণীয় করে তুলেছিল।

ছবিগুলি পোস্ট করে তিনি লিখেছেন, ‘জয় মা’। তাকে এই সাজে দেখার পর প্রশংসায় ভরিয়ে তুলেছেন নেটিজেনরা। প্রত্যেকেই বলেছেন অসাধারণ লাগছে তাকে দেখতে। সত্যিই তাই, সময়ের সাথে সাথে তার জৌলুস যেন বেড়েই চলেছে। তাকে দেখে বোঝার উপায় নিয়ে তিনি এক সন্তানের মা। দু’জনকে দেখলে দুই ভাই-বোন মনে হয়।

যে বিষয়টি বারবার জানিয়েছেন শ্রাবন্তী। আসলে খুব অল্প বয়সে বিয়ে করেছিলেন তিনি। তাই সন্তান জন্মের পর তারা দু’জনেই নাকি একসাথে বেড়ে উঠছেন। অন্যদিকে পুজোতে মুক্তি পেয়েছে তার সিনেমা ‘দেবী চৌধুরানী’। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে তৈরি এই সিনেমা ইতিমধ্যে বেশ জনপ্রিয়তা লাভ করেছে দর্শকমহলে।

error: Content is protected !!