Subhasree: আরো একবার একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন পরিচালক কৌশিক গাঙ্গুলী এবং অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী! সম্প্রতি ঘোষণা করা হলো তাদের আগামী সিনেমা ‘ওয়েটিং রুম’এর। যেখানে উদযাপিত হবে নারীশক্তি। কালীপুজোর পবিত্র তিথিতে উঠে এসেছে সিনেমার প্রথম ঝলক।
জানা গিয়েছে, এই সিনেমাটিতে একটি মেয়ের দীর্ঘ ২৫ বছরের যাত্রাপথ দেখানো হবে। তবে সেটি শারীরিক নয় বরং মানসিক। দীপা নামক সেই নায়িকার চরিত্রের শুভশ্রী ছাড়া অন্য কাউকে ভাবতেই পারেননি কৌশিক গাঙ্গুলী। কারণ, যে মাতৃত্ববোধ শুভশ্রীর মধ্যে রয়েছে সেটাই দরকার এই সিনেমার জন্য।
এছাড়াও সেখানে দেখা যাবে অনির্বাণ চক্রবর্তীকে। এই প্রথম কৌশিক গাঙ্গুলীর সাথে কাজ করছেন তিনি। আর তার এবারের চরিত্রটা অন্যান্য চরিত্র থেকে সম্পূর্ণ আলাদা। নায়িকার জীবনের সাথে যে কয়েকটি জীবন জড়িয়ে রয়েছে তার মধ্যে অন্যতম অনির্বাণ চক্রবর্তী।
সিনেমার যে পোস্টার পোস্ট করা হয়েছে সেখানে দেখা যায় হাতে অস্ত্র নিয়ে রক্তাক্ত অবস্থায় দাঁড়িয়ে রয়েছেন শুভশ্রী। আর তার ক্যাপশনে লেখা, ‘তিনি এখনও আমাদের চারপাশে আছেন কালিকা রূপে। আর তার উপস্থিতিতেই আমরা এমন একটি বিষয় এবং গল্প ঘোষণা করছি যা প্রতিটি নারীর জীবনের গল্প।’
‘আমাদের চারপাশে যারা আছে, কিন্তু যাদের উপস্থিতি এখনও অস্পষ্ট, তাদের গল্প বলার ক্ষেত্রে কৌশিক গাঙ্গুলী একজন লেখক। ওয়েটিং রুম এমনই একটি গল্প। একজন মহিলার গল্প।’ জানা গিয়েছে, এই সিনেমাটি মুক্তি পাবে ২০২৬ সালে।
অন্যদিকে শুভশ্রী এই বিষয়ে জানিয়েছেন তিনি বর্তমানে যে ধরনের সিনেমায় কাজ করতেন চান তার জন্য কৌশিক গাঙ্গুলী একেবারে যথাযথ। অভিনেত্রী প্রত্যেক মুহূর্তে শিখছেন এমনকি তিনি এও বলেন এই সিনেমায় যেন তিনি অডিশন দিলেন নতুন করে।
#subhasree #waitingroom #kaushikganguly