বক্সঅফিসে ‘থামা’ ঝড়! প্রথম দিনে কত আয় করল? কতটা পিছিয়ে ‘এক দিওয়ানে কি দিওয়ানিয়ত’?

দীপাবলির উৎসবের সপ্তাহে বলিউডে দেখা গেল দুই বড় ছবির জমজমাট লড়াই। একদিকে আয়ুষ্মান খুরানা এবং রশ্মিকা মন্দনার নতুন হরর-কমেডি ‘থামা’, অন্যদিকে হর্ষবর্ধন রানে এবং সোনম বাজওয়ার রোমান্টিক ড্রামা ‘এক দিওয়ানে কি দিওয়ানিয়ত’। দুই ছবিই মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

‘থামা’ আসলে হরর-কমেডি ইউনিভার্সের পঞ্চম ছবি। এর আগে ‘স্ত্রী’, ‘ভেডিয়া’, ‘মুঞ্জিয়া’ এবং ‘স্ত্রী ২’-এর মতো জনপ্রিয় ছবিগুলি এই ফ্র্যাঞ্চাইজির সাফল্য এনে দিয়েছে। তাই মুক্তির আগেই ছবিটি নিয়ে প্রত্যাশা ছিল আকাশছোঁয়া। স্যাকনিল্কের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, মুক্তির প্রথম দিনেই ‘থামা’ বক্স অফিসে প্রায় ২৪ কোটি টাকা আয় করেছে। দীপাবলির ছুটির মরশুমে এই অঙ্ক আরও বাড়বে বলেই আশা ট্রেড অ্যানালিস্টদের।

অন্যদিকে, ‘এক দিওয়ানে কি দিওয়ানিয়ত’ ছবির মাধ্যমে হর্ষবর্ধন রানে ফের একবার আলোচনায় এসেছেন। তাঁর আগের ছবি ‘সনম তেরি কসম’-এর মতোই এবারও দর্শকদের থেকে দারুণ সাড়া পাচ্ছেন অভিনেতা। প্রথম দিনেই ছবিটি আয় করেছে প্রায় ৮.৫০ কোটি টাকা। যদিও ‘থামা’-এর তুলনায় অনেক কম, কিন্তু ইতিবাচক রিভিউ এবং মুখে-মুখে প্রশংসার ফলে এই ছবির আয় আরও বৃদ্ধি পাবে বলেই আশা করা হচ্ছে।

বাণিজ্য বিশেষজ্ঞদের মতে, সপ্তাহান্তে ‘থামা’-এর মোট আয় ৭৫ কোটি টাকার কাছাকাছি পৌঁছাতে পারে, আর ‘এক দিওয়ানে কি দিওয়ানিয়ত’ সম্ভবত ২৫ কোটি টাকার গণ্ডি পেরোতে পারে।

দীপাবলির এই উৎসবমুখর সপ্তাহে দর্শকরা একদিকে হাসি ও ভয় মিশ্রিত বিনোদন পাচ্ছেন ‘থামা’-এর মাধ্যমে, অন্যদিকে ভালোবাসা ও আবেগে ভরা গল্প দেখছেন ‘এক দিওয়ানে কি দিওয়ানিয়ত’-এ। ফলে, এই সপ্তাহান্তে বক্স অফিসে জমজমাট লড়াই যে হতে চলেছে, তা বলাই বাহুল্য।

বিনোদন
জ়ুবিন গার্গের পর আরও এক গায়কের মৃত্যু, মাত্র ৩৫ বছরে প্রয়াত গায়ক ঋষভ টন্ডন,! কী হয়েছিল তাঁর?

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক