মার্কিন মুলুকে পরিবারের সঙ্গে দীপাবলি উদযাপন ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়ার, মেয়ে মালতীকে শেখালেন রঙ্গোলীর কাজ, দেখুন ছবি

দীর্ঘদিন ধরেই তিনি সুদূর মার্কিন মুলুকের বাসিন্দা। বিদেশের মাটিতেই তার জীবনযাপন। কিন্তু বিদেশে থাকলেও দেশীয় রীতিনীতিকে ভুলে যাননি ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়া। একসময় বলিউডে নানান সুপরাহিট ছবি উপহার দিলেও বর্তমানে তার সফর হলিউডে সীমাবদ্ধ। মার্কিন মুলুকে স্বাৃী নিক জোনাসের সঙ্গে সংসার পেতেছেন তিনি। মাঝেমধ্যে ভারতে এলেও বেশি দিনের জন্য থাকেন না। এদিকে ধীরে ধীরে বড় হয়ে উঠছে মেয়ে মালতী।

তাকে নিজের দেশের আচার অনুষ্ঠান শেখাচ্ছেন প্রিয়াঙ্কা। আগের বারের মতন এবারেও নিউ ইয়র্কে উদযাপন করলেন দীপাবলি। আর সেই ছবি নিজের সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করলেন তিনি। সেই ছবিতে দেখা গিয়েছে প্রিয়াঙ্কার পরনে একটি লাল রঙের পোশাক ও নিজের পরনে রয়েছে অফ্-হোয়াইট কুর্তা পাজামা। এমন সাজে তারা দু’জনে ফটোশ্যুট সেরেছেন। অপরদিকে তাদের মেয়ে মালতীর পরনে রয়েছে সুন্দর একটি পোশাক।

বিনোদন
বক্সঅফিসে ‘থামা’ ঝড়! প্রথম দিনে কত আয় করল? কতটা পিছিয়ে ‘এক দিওয়ানে কি দিওয়ানিয়ত’?

তবে দীপাবলির পাশাপাশি লক্ষ্মীপুজো সেরেছেন প্রিয়াঙ্কা। সেই ছবিও ভাগ করে নিয়েছেন তিনি। লক্ষ্মী পুজোর সময় প্রিয়াঙ্কা ও নিকের পরনে রয়েছে সাদা পোশাক ও মালতীর পরনে মাল্টি কালার একটি জামা। সঙ্গে দেখা গিয়েছে প্রিয়াঙ্কার মা মধু চোপড়াকেও। ছবিতে দেখা গিয়েছে, দীপাবলি ও লক্ষ্মীপুজোর পাশাপাশি রঙ্গোলী বানানোতেও মেতে উঠেছে ছোট্ট মালতী৷ এক মনে রঙ্গোলী আঁকতে দেখা গিয়েছে মালতীকে।

তবে শুধু নিক বা প্রিয়াঙ্কা ও তাদের মেয়ে নয়, তাদের পুরো পরিবারকে দীপাবলির সাজে সাজিয়ে তুলেছেন প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কার কথায়, “এই অনুষ্ঠান পরিবার, প্রিয়জন, বন্ধুবান্ধব সকলকে একত্রিত করার এক বর অনুষ্ঠান। যার কোনও তুলনা হয় না। অশুভকে বিনাশ করে শুভ শক্তির আরাধনা করাই হল এই উৎসবের মূল বিষয়। যা মনে এক আলাদা অনুভূতি তৈরি করে।”

বিনোদন
কাঞ্চন মল্লিকের বাড়িতে সাড়ম্বরে পালিত হল কালীপুজো, ঢাকের তালে নাচলেন কাঞ্চন-শ্রীময়ী, দেখুন ভিডিও

#diwalicelebration #priyankachopra

error: Content is protected !!