প্রথম থেকেই বিতর্ক যেন নুসরত জাহানের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ। ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে ‘বিয়ে’, পরে অভিনেতা যশ দাশগুপ্তর সঙ্গে সম্পর্কে জড়ানো, এবং পুত্র ইশানের জন্ম—সবকিছু নিয়েই চর্চার কেন্দ্রে ছিলেন অভিনেত্রী। তবে সময়ের সঙ্গে সব বিতর্ককেই চুপচাপ সামলে নিয়েছেন তিনি। এখন যশের সঙ্গে গড়েছেন নিজেদের প্রযোজনা সংস্থা, আর ছেলেকে বড় করে তোলাই এখন তাঁদের জীবনের কেন্দ্রবিন্দু।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যশ-নুসরতের এক মজার ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, যশ রসিকতার ছলে বলছেন, “ও নুসরতের ছেলে, আমার কিন্তু ও ছেলে না! আমার জন্য ও মেয়ে।” পাশে বসা নুসরত সঙ্গে সঙ্গেই যোগ করেন, “ও বাবার কাছে থাকলেই প্রিন্সেস হয়ে যায়। আবার আমার সঙ্গে থাকলে হিরো!”
চার বছরের ইশান নাকি বেশ আদুরে। যশের মুখে শোনা গেল, “পাপা কি পরী।” আর নুসরতের মতে, “এগুলো সবই ওর ড্রামা। ফুল অন ড্রামা! অভিনয় তো রক্তে।”
ইশান কাকে বেশি ভালোবাসে, এই প্রশ্নেও মজার উত্তর দেন নুসরত। হাসতে হাসতে বলেন, “ও সিচুয়েশনাল বয়। বাবার কাছে গিয়ে আমার নামে অভিযোগ করবে, আবার বাবা বকলে এসে আমার কাছে বাবার নামে বলবে! আমাদের মধ্যে (যশকে দেখিয়ে) সেটিংটা স্ট্রং, আমরা জানি ও ঢপবাজ।”
উল্লেখ্য, ২০২১ সালে করোনা মহামারীর সময় নুসরতের প্রেগন্যান্সির খবর প্রকাশ্যে আসে। তখন তিনি এখনও নিখিল জৈনের স্ত্রী হিসেবেই পরিচিত ছিলেন। কিন্তু নিখিল তখনই জানান, সন্তানের বাবা তিনি নন। পরবর্তীতে জানা যায়, তুরস্কে ধুমধাম করে হলেও, তাঁদের বিয়ে আইনি ভাবে রেজিস্টার হয়নি, ফলে সেটি ছিল অবৈধ। এরপর থেকেই নুসরত ও যশের সম্পর্ক প্রকাশ্যে আসে।
বিনোদন
প্রেমিকাদের নির্যাতনের অভিযোগের পর ‘ইমেজ মেকওভার’-এর পথে সায়ন্ত মোদক! দেবী ভক্তির আড়ালে নতুন শুরু?
ইশানের জন্মের সময়ও যশই ছিলেন নুসরতের পাশে। তিন দিন হাসপাতালে কাটিয়েছিলেন তিনি। পরে ইশানের জন্ম সনদ প্রকাশ্যে আসার পর স্পষ্ট হয়—ইশান তাঁদেরই সন্তান। সময়ের সঙ্গে সঙ্গে থেমে যায় বিতর্ক, শুরু হয় নতুন অধ্যায়—ছেলে ইশানকে কেন্দ্র করে নুসরত ও যশের সুখের সংসার।
বিনোদন
Parineeti-Raghav: স্ত্রী’র জন্মদিনে আদুরে বার্তা রাঘবের! পোস্ট করলেন পরিণীতির অদেখা ছবি
#NusratJahan #YashDasgupta #Ishan #TollywoodNews #ViralVideo #BengaliCelebrity #EntertainmentNews #NusratYash #CelebrityChild #TollywoodCouple