ফের পাঁচ দশক পর বড়পর্দায় ফিরতে চলেছে জনপ্রিয় পরিচালক সত্যজিৎ রায়ের কালজয়ী ছবি ‘অরণ্যের দিনরাত্রি’। কান চলচ্চিত্র উৎসবে ছবিটি প্রদর্শনের পর ফের আরও একবার গোটা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে কালজয়ী ছবিটি। ছবিটি বড়পর্দায় মুক্তি পাওয়ার পাশাপাশি চলতি বছরের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গোটা সপ্তাহ জুড়ে দেখানো হবে ছবিটি। আর এই কারণে ছবির অন্যতম অভিনেত্রী শর্মিলা ঠাকুরকে আমন্ত্রণ জানানো হয়েছে চলতি বছরের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।
ছবিটি গোটা দেশের প্রেক্ষাগৃহে যেমন মুক্তি পেতে চলেছে তেমনই দক্ষিণ কলকাতার প্রিয়া সিনেমা হলেও মুক্তি পেতে চলেছে ছবিটি। আগামী ৭ই নভেম্বর বড়পর্দায় ইংরেজি সাবটাইটেলসহ ছবিটি দেখানো হবে প্রিয়া সিনেমা হলে। প্রিয়া সিনেমা হলের কর্ণধার অরিজিৎ দত্ত এবার এই ছবি তার সিনেমা হলে প্রদর্শনের খবর ভাগ করে নিয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য, সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে সত্যজিৎ রায়ের ছবি ‘অরণ্যের দিনরাত্রি’-র প্রযোজক ছিলেন অরিজিৎ দত্তের মা ও বাবা।
সিনেমা মুক্তি প্রসঙ্গে অরিজিৎ দত্ত বলেন, “বরাবরের মতোই দর্শক এই ছবিকে আবারও একইরকম ভালোবাসায় ভরিয়ে দিলে এই ছবি এক সপ্তাহ কেন আরও বেশিদিন চলতে পারে প্রেক্ষাগৃহে। তার বেশি দিন চালানোর প্রয়োজন হলেও প্রেক্ষাগৃহে চলা উচিত। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এই ছবি প্রদর্শিত হবে। আর সেই কারণেই বিশেষ অতিথি হিসেবে বর্ষীয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুরকে আমন্ত্রণ জানানো হয়েছে। একইসঙ্গে তাকে এই প্রেক্ষাগৃহে নতুনভাবে এই ছবি মুক্তির জন্যও প্রিয়া সিনেমাহলে আমন্ত্রণ জানানো হয়েছে।”

ছবিটি বাঙালির হৃদয়ে একটি আলাদা জায়গা করে নিয়েছে। তাই দশকের পর দশক পেরিয়েও ছবিটির জনপ্রিয়তা এতটুকুও কমেনি। দীর্ঘ পাঁচ দশক পর ফের পর্দায় ফিরতে চলেছে সত্যজিৎ রায়ের কালজয়ী ছবিটি। ছবিটিতে একাধিক তারকার সমাবেশ দেখা গিয়েছিল। শর্মিলা ঠাকুর, সিমি গারেওয়াল, সৌমিত্র চট্টোপাধ্যায়, রবি ঘোষ, শুভেন্দু চট্টোপাধ্যায় সহ প্রমুখ তারকার সমাবেশ ঘটেছিল এই ছবিতে।
