বলিউডে ফের মাদক-যোগের অভিযোগ, চুপ না থেকে কড়া হুঁশিয়ারি নোরা ফতেহির

২০২১ সালে শাহরুখ-পুত্র আরিয়ান খানের বিরুদ্ধে ওঠা মাদক-যোগের অভিযোগে যখন বলিউডে তোলপাড় হয়েছিল, তার পর দীর্ঘ সময় পেরিয়ে ফের নতুন করে সামনে এলো আরেক চাঞ্চল্য। দাউদ ইব্রাহিমের সঙ্গে যুক্ত একটি মাদক চক্রের তদন্তে উঠে এসেছে রুপোলি পর্দার একাধিক তারকার নাম। আর সেই তালিকাতেই যুক্ত হয়েছে জনপ্রিয় নৃত্যশিল্পী ও অভিনেত্রী নোরা ফতেহির নাম। মাদক পাচারকারী ‘গ্যাংস্টার’ সেলিম ডোলার ছেলে তাহের ডোলা দাবি করেছেন, দাউদের আয়োজিত মাদক-পার্টিতে নাকি উপস্থিত ছিলেন নোরা।

এই অভিযোগ সামনে আসতেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন নোরা। নিজের সমাজমাধ্যমে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাঁর জীবন একদমই পার্টি-কেন্দ্রিক নয়, বরং কঠোর পরিশ্রম আর কাজ নিয়েই ব্যস্ততা। নোরার কথায়, “আমি একজন কাজপাগল মানুষ। ব্যক্তিগত জীবনের সময়ই নেই। ফ্রি থাকলে বাড়িতে বা দুবাইয়ের সৈকতে স্কুলের বন্ধুদের সঙ্গে সময় কাটাই। যারা এসব বাজে কথা ছড়াচ্ছে, তাদের কথায় বিশ্বাস করবেন না।”

এর আগে মিথ্যে অভিযোগে তাঁর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হয়েছে বলেও ক্ষোভ প্রকাশ করেন তিনি। এ বার আর চুপ করে না থেকে সরাসরি হুঁশিয়ারি দেন, “যাঁরা আমার নাম ব্যবহার করছেন, তাঁদের বলি—দয়া করে এসব করবেন না। এর ফল কিন্তু ভাল হবে না। আর মুখ বুজে মেনে নেব না।”

Nora Fatehi
Nora Fatehi

এই একই চক্রে আরও কয়েকজন তারকার নাম জড়িয়েছে, যার মধ্যে রয়েছেন অভিনেত্রী শ্রদ্ধা কপূর-ও। সূত্রের খবর, খুব শীঘ্রই মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা বলিউড তারকাদের জিজ্ঞাসাবাদের জন্য ডাকতে পারে।

মাদক-যোগের অভিযোগে আবারও উত্তাল হতে চলেছে বলিউড—এমনটাই মনে করছেন শিল্প মহল। অভিযোগ কতটা সত্য, তদন্তই বলবে। তবে নোরা ফতেহির স্পষ্ট বার্তা—মিথ্যে অপবাদ এ বার আর সহ্য করা হবে না।

FAQ

১) প্রশ্ন: কার বিরুদ্ধে নতুন করে মাদক-যোগের অভিযোগ উঠেছে?
উত্তর: অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফতেহির বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

Nora Fatehi
Nora Fatehi

২) প্রশ্ন: এই অভিযোগ কে করেছেন?
উত্তর: মাদক পাচারকারী সেলিম ডোলার ছেলে তাহের ডোলা এই অভিযোগ তুলেছেন।

আরও পড়ুন
রক্তের বন্যা শুটিং ফ্লোরে! তড়িঘড়ি চিকিৎসকের কাছে ছুটলেন তিয়াসা লেপচা, হঠাৎ কী হল?

৩) প্রশ্ন: অভিযোগটি কী নিয়ে?
উত্তর: দাবি করা হয়েছে যে নোরা নাকি দাউদ ইব্রাহিমের আয়োজন করা মাদক-পার্টিতে উপস্থিত ছিলেন।

৪) প্রশ্ন: নোরা ফতেহি কী বলেছেন?
উত্তর: তিনি জানিয়েছেন, তিনি কোনও পার্টি করেন না এবং সারাদিন কাজ নিয়েই ব্যস্ত থাকেন।

৫) প্রশ্ন: নোরা অভিযোগগুলিকে কীভাবে দেখছেন?
উত্তর: নোরা জানিয়েছেন, এগুলো মিথ্যে অপবাদ এবং তাঁর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা।

৬) প্রশ্ন: নোরা কি কোনও হুঁশিয়ারি দিয়েছেন?
উত্তর: হ্যাঁ, তিনি বলেছেন তাঁর নাম ব্যবহার করে মিথ্যে খবর ছড়ালে এর ফল ভাল হবে না।

৭) প্রশ্ন: এই মাদক-যোগে আর কার নাম জড়িয়েছে?
উত্তর: অভিনেত্রী শ্রদ্ধা কপূরের নামও উঠে এসেছে।

৮) প্রশ্ন: তদন্তের দায়িত্ব কার?
উত্তর: মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা (ক্রাইম ব্রাঞ্চ) তদন্ত করছে।

৯) প্রশ্ন: সংশ্লিষ্ট তারকাদের কি জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে?
উত্তর: সূত্র মতে, খুব শীঘ্রই তাদের ডাকা হতে পারে।

১০) প্রশ্ন: এই ঘটনায় বলিউডের প্রতিক্রিয়া কী?
উত্তর: শিল্প মহলে উদ্বেগ দেখা দিয়েছে এবং অনেকেই অভিযোগের সত্যতা নিয়ে প্রশ্ন তুলছেন।

#BollywoodNews #NoraFatehi #DrugCase

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক