Monami: নীল মনোকিনিতে আগুন ঝরালেন মনামী! দেখুন কী প্রতিক্রিয়া ভক্তদের

Monami: নীল মনোকিনিতে আগুন ঝরালেন অভিনেত্রী মনামী ঘোষ (Monami Ghosh)। তাকে দেখে রীতিমতো ঝড় উঠেছে পুরুষ অনুরাগীদের বুকে। ৪০ পেরিয়েও আজও তার জৌলুস হার মানায় কমবয়সী অভিনেত্রীদের। কীভাবে এই বয়সে এসেও সৌন্দর্য্য ধরে রাখতে হয় তা বেশ ভালোমতোই জানেন তিনি।

সম্প্রতি যে ছবিগুলো পোস্ট করেছেন তা দেখার পর চোখ সরাতে পারছেন না ভক্তরা। কোনো পাহাড়ি এলাকায় নীল সুইমিং পুলের মধ্যে নীল মনোকিনি পরে বসে রয়েছেন তিনি। কখনো প্রকৃতির সৌন্দর্য্য উপভোগ করছেন আবার কখনো আনমনে তাকিয়ে রয়েছেন অন্যদিকে।

ছবিগুলি পোস্ট করে তিনি লিখেছেন, ‘এই বিখ্যাত ইনস্টাগ্রামে ব্যবহারযোগ্য ইনফিনিটি পুলের জন্য মানুষ অন্তত একদিন এই হোটেলে থাকে। আমি তো বেশ কয়েকদিন ছিলাম। ভাবো! যাইহোক শুভ স্নানদিবস।’ আসলে এই সুইমিং পুলে বসে ছবি তোলার ট্রেন্ড রয়েছে।

অন্যান্যদের মতো তিনিও যে সেটি অনুসরণ করলেন, সেটাই বোঝাতে চেয়েছেন ভক্তদের। তাকে এই রূপে দেখার পর বিভিন্ন মন্তব্য করেছেন নেটিজেনরা। প্রত্যেকের মুখে একটাই কথা তিনি উষ্ণতা বাড়িয়ে তুলেছেন বহুমাত্রায়। তার এতোটাই ফিটনেস যে দেখে বোঝার উপায় নেই বয়স ৪০ পেরিয়েছে।

উল্লেখযোগ্য, শুধু এই ছবি নয় তার সব ছবিগুলোতেই তিনি উষ্ণতা বাড়িয়ে তোলেন। সোশ্যাল মিডিয়ায় ভীষণই সক্রিয় এই অভিনেত্রী। সচরাচর নানান ছবি ও ভিডিও পোস্ট করতে দেখা যায় তাকে। বিশেষ করে তিনি তার ইউটিউব চ্যানেলে নানান ধরনের ঘুরতে যাওয়ার ভিডিও পোস্ট করেন। আসলে বেড়াতে যেতে ভীষণই পছন্দ করেন অভিনেত্রী যা বারবার জানিয়েছেন সকলকে।

FAQ

১) প্রশ্ন: মনামী ঘোষ কোন ছবিগুলি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলেন?
উত্তর: নীল মনোকিনি পরে পাহাড়ি এলাকায় ইনফিনিটি পুলে বসে তোলা ছবি পোস্ট করেই তিনি ভাইরাল হন।

২) প্রশ্ন: তার ছবিগুলি দেখে নেটিজেনদের প্রতিক্রিয়া কেমন ছিল?
উত্তর: ভক্তরা মন্তব্য করেছেন যে ৪০ পেরিয়েও মনামী অসাধারণ ফিট এবং তার রূপে উষ্ণতা বহুমাত্রায় বেড়েছে।

৩) প্রশ্ন: মনামী যে পুলে বসে ছবি তুলেছেন সেটি কেন বিখ্যাত?
উত্তর: এটি একটি জনপ্রিয় ইনফিনিটি পুল, যেখানে বসে ছবি তোলার বিশেষ ট্রেন্ড রয়েছে। অনেকেই শুধুমাত্র এই পুলের ছবি তুলতে হোটেলে থাকেন।

৪) প্রশ্ন: মনামী পোস্টে কী লিখেছিলেন?
উত্তর: তিনি লিখেছিলেন, “এই বিখ্যাত ইনস্টাগ্রামে ব্যবহারযোগ্য ইনফিনিটি পুলের জন্য মানুষ অন্তত একদিন এই হোটেলে থাকে। আমি তো বেশ কয়েকদিন ছিলাম… শুভ স্নানদিবস।”

৫) প্রশ্ন: মনামী কেন এই ধরনের ছবি ও ভিডিও বেশি পোস্ট করেন?
উত্তর: তিনি ভ্রমণ পছন্দ করেন এবং সোশ্যাল মিডিয়ায় খুব সক্রিয়, তাই বিভিন্ন জায়গায় ঘোরার ছবি ও ভিডিও শেয়ার করেন।

৬) প্রশ্ন: মনামীর ফিটনেস নিয়ে সবাই এত আলোচনা কেন?
উত্তর: কারণ ৪০ পেরোলেও তিনি অত্যন্ত ফিট, যুব অভিনেত্রীদের মতোই জৌলুস বজায় রেখেছেন, যা দেখে অনেকেই মুগ্ধ।

#Monami

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক