SIR নিয়ে বড় নির্দেশ নির্বাচন কমিশনের

বিহার নির্বাচনের পর এবার জাতীয় নির্বাচন কমিশনের ঈগলের চোখ পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দিকে। সেই লক্ষ্যে রাজ্যে গত ৪ নভেম্বর থেকে শুরু হয়েছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR (Special Intensive Revision) প্রক্রিয়া। আর এই নির্দেশিকা জারি হতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা—বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সিদ্ধান্তকে স্বাগত জানালেও, তৃণমূল কংগ্রেস একে “বিজেপি-কমিশন গাঁটছড়া” বলে কটাক্ষ করছে।

বিপুল পরিমাণ ফর্মের ডিজিটাইজেশন শুরু

রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসারের দপ্তর সূত্রে জানা গিয়েছে, বুথ-স্তরের অফিসারদের সংগৃহীত ফর্মগুলির ডিজিটাইজেশন ইতিমধ্যেই শুরু হয়েছে। সর্বশেষ আপডেট অনুযায়ী প্রায় ৫০ লক্ষ ফর্মের ডিজিটাইজেশন সম্পূর্ণ হয়েছে। কমিশনের নির্দেশ মেনে রবিবার থেকে এই কাজ আরও গতি পেতে শুরু করেছে। আশা করা হচ্ছে, নভেম্বরের মধ্যেই ডিজিটাইজেশন শেষ করা হবে, এমনটাই ইঙ্গিত দিয়েছেন পশ্চিমবঙ্গের সিইও মনোজ কুমার আগরওয়াল।

গত শনিবার জেলাশাসক ও জেলা নির্বাচন আধিকারিকদের সঙ্গে জরুরি বৈঠকে সিইও পরিষ্কারভাবে সময়সীমা বেঁধে দেন। সেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাচন কমিশনের শীর্ষ কর্তারা।

তদারকিতে বঙ্গে আসছে কেন্দ্রীয় দলের চার সদস্য

১৫ নভেম্বর সিইও-র জরুরি বৈঠকে সিদ্ধান্ত হয়, SIR প্রক্রিয়া খতিয়ে দেখতে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের চার সদস্যের একটি প্রতিনিধিদল পশ্চিমবঙ্গে আসবে।

দলটি কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ ও মালদহ—এই পাঁচ জেলায় SIR-এর অগ্রগতি পর্যালোচনা করবে।
১৮ নভেম্বর তারা কলকাতায় পৌঁছবে এবং ২১ নভেম্বর পর্যন্ত রাজ্যের বিভিন্ন এলাকায় সরেজমিন তদারকি চালাবে।

পুরো SIR প্রক্রিয়াটি ২০২৬-এর মার্চের মধ্যে সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা রয়েছে।

BLO-দের বাড়তি চাপ, অসুস্থতার ঘটনা বাড়ছে

SIR নিয়ে ক্রমাগত নতুন নিয়ম, অ্যাপ বদল এবং কাজের পরিকাঠামো জটিল হওয়ায় ক্ষোভ চরমে পৌঁছেছে BLO-দের মধ্যে। অভিযোগ, সরকারি নির্দেশে কাজের চাপ এতটাই বেড়েছে যে মাঠপর্যায়ের কর্মীদের মধ্যে শারীরিক সমস্যার ঘটনা বাড়ছে।

রবিবার সকালে কলকাতা পুরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের ২০৫ পার্টের BLO অনিমেষ নন্দী অসুস্থ হয়ে পড়েন এবং তাঁকে বেলেঘাটা এলাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়।

অন্যদিকে, বীরভূমের বোলপুর-শ্রীনিকেতন ব্লকের লোহারগড় গ্রামের BLO গোলাম নেহরু মণ্ডলও অসুস্থ হয়ে পড়েন বলে জানা গেছে। এই ঘটনাগুলি সামনে আসতেই প্রশাসন আবারও কমিশনের কর্মপদ্ধতির সমালোচনা শুরু করেছে।

আরও পড়ুন
SIR ফর্ম না পেলে কী করবেন? SIR–সম্পর্কিত কাজকে আরও সহজ ও স্বচ্ছ করতে নতুন পদক্ষেপ নিল মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর

রাজনৈতিকভাবে উত্তপ্ত বঙ্গ

এদিকে, SIR-কে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও উত্তাপ বাড়ছে।

বিরোধী শিবির বলছে—ভোটার তালিকা বিশুদ্ধ করার জন্য এই উদ্যোগ জরুরি।

তৃণমূলের দাবি—এটি বিজেপির চাপে কমিশনের পক্ষপাতদুষ্ট সিদ্ধান্ত।

আরও পড়ুন
SIR ফর্মে ভুল হলে কী করবেন? জানাল নির্বাচন কমিশন—ভোটারদের বিভ্রান্তি দূর করল গুরুত্বপূর্ণ নির্দেশিকা

বঙ্গের ভোট রাজনীতি যখন ক্রমশ চরম উত্তাপে পৌঁছচ্ছে, তখন SIR প্রক্রিয়াকে ঘিরে প্রশাসনিক নথি থেকে রাজনৈতিক বিবৃতি—সব দিকেই তৈরি হচ্ছে নির্বাচনী উত্তেজনার আবহ।

আরও পড়ুন
Viral Video: SIR আতঙ্কে সীমান্তে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভিড়, তুমুল রাজনৈতিক তরজা

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক