প্রিয়াঙ্কা-নিকের একঝাঁক উপহার, প্রথম মাসেই নীরকে ভরিয়ে দিলেন ‘মিমি মাসি’ ও ‘নিক মেসো’

মাত্র এক মাস বয়সেই তারকা দুনিয়ার আদরের ছেলে হয়ে উঠেছে পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডার পুত্র নীর। জন্মের দিন থেকেই তাকে ঘিরে উৎসুক বলিউড থেকে সোশ্যাল মিডিয়া—সবখানেই। আর প্রথম মাসের জন্মদিনেই প্রকাশ্যে এল তারকা পরিবারের ভালোবাসার ছোঁয়া—হলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের পাঠানো উপহার।

পরিণীতি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সেই উপহারের ঝলক। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পাঠানো ওই উপহারের ব্যাগ যেন ছোট্ট নীরের ব্যক্তিগত ট্রেজার বক্স—রকমারি পোশাক, কিউট জুতো, নরম চুলের ব্রাশ থেকে শুরু করে আরও নানা প্রয়োজনীয় সামগ্রী। সব মিলিয়ে ‘মিমি মাসি’, ‘নিক মেসো’ আর ছোট্ট মালতী ম্যারি চোপড়ার ভালোবাসায় ভরপুর এক গিফট হ্যাম্পার।

পরিণীতি জানিয়েছেন, এই সারপ্রাইজ আয়োজনের পিছনে নিকের ভূমিকাই নাকি বেশি। আনন্দে অভিভূত পরিণীতি-রাঘব তাঁদের পোস্টে লেখেন, “নীর এ সব পেয়ে এমনিতেই নষ্ট হয়ে যাচ্ছে। ধন্যবাদ মিমি মাসি, নিক মেসো এবং মালতী দিদি।” নীরের তরফে ‘মাসি-মেসো’কে ধন্যবাদ জানাতেও ভোলেননি নতুন বাবা-মা।

গত ১৯ অক্টোবর পরিণীতি ও রাঘবের জীবনে আসে তাঁদের ছোট্ট রাজপুত্র। ঠিক এক মাস পূর্ণ হতেই ছেলের নাম প্রকাশ করেন তাঁরা—‘নীর’। সঙ্গে একটি মধুর ক্যাপশন: “জলস্য রূপম, প্রেমস্য স্বরূপম—তত্র ইভা নীর। আমাদের হৃদয় পেয়েছে জীবনের এক অসীম শান্তির খোঁজ।”

আরও পড়ুন,
কাঞ্চনের সঙ্গে বয়সের ফারাক, শ্রীময়ীর চোখে সম্পর্কের সংজ্ঞা: বাবা-মায়ের ৪২ বছরের দাম্পত্যেই তাঁর প্রেরণা

বলিউডের দুই জনপ্রিয় অভিনেত্রী—প্রিয়াঙ্কা ও পরিণীতি—এখন জীবনের সেরা সময় কাটাচ্ছেন, একজন মাতৃত্বে, অন্যজন মামা-মাসির ভূমিকায়। পরিবারে নতুন সদস্য আসার আনন্দে সোশ্যাল মিডিয়া ভরে উঠছে শুভেচ্ছায়।

পরিণীতি চোপড়ার পোস্ট
পরিণীতি চোপড়ার পোস্ট

নীরের প্রথম মাসেই তারকা পরিবারের এই আদর-যত্ন দেখে নেটিজেনদের একটাই কথা—“স্টার কিড হওয়ার সুবিধে শুরু হল খুব ছোট বয়সেই!”

আরও পড়ুন,
১ কেজি ওজন কমাতে হলে কতটা পথ হাঁটতে হবে? জানুন ফর্মুলা

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক