Mimi: শীতের সকালে মিনি স্কার্টে উষ্ণতা বাড়ালেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi)। তাকে দেখে চোখ সরাতে পারছেন না ভক্তরা, এমনই জৌলুস তিনি ছড়িয়ে দিয়েছেন চারিদিকে। সোশ্যাল মিডিয়ায় ভীষণই সক্রিয় এই অভিনেত্রী। যেখানে মাঝেমধ্যে ভাগ করে নেন নিজের নানান ছবি থেকে শুরু করে ভিডিও।
সম্প্রতি সেরকমই একগুচ্ছ ছবি ও একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। যেখানে দেখা যাচ্ছে বাড়ির ছাদে একটি ফটোশ্যুটে মেতে উঠেছেন অভিনেত্রী। পরনে বাদামী রঙের ক্রপ টপ এবং ছাইরঙা মিনি স্কার্ট, পায়ে উঁচু জুতো। খোলা চুল এবং রোদচশমায় বেশ আত্মবিশ্বাসী ভঙ্গিমায় দেখা গিয়েছে তাকে।
কখনো তিনি এক্সপ্রেশন দিয়ে দাঁড়িয়েছেন আবার কখনো ভিডিওতে মেতে উঠেছেন খুনসুটিতে। সবমিলিয়ে এই ছবির মাধ্যমে তিনি লাবণ্য ছড়িয়েছেন। যা দেখামাত্র বিভিন্ন প্রশংসাসূচক মন্তব্যে ভরিয়ে তুলেছেন নেটিজেনরা। কেউ কেউ বলছেন এই শীতের সকালে তিনি যেন উষ্ণতা বাড়িয়ে তুলেছেন।
আবার কেউ কেউ বলছেন তাকে যেমন ভারতীয় পোশাকে অসাধারণ লাগে তেমনি ওয়েস্টার্ন পোশাকেও তিনি সাবলীল। এক কথায় বলতে গেলে ছবিগুলির মাধ্যমে চর্চায় উঠে এসেছেন মিমি। উল্লেখযোগ্য, তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে উঁকি দিলেই এরকম নানান ছবি ও ভিডিও দেখা যায়।
যদিও বেশিরভাগ সময় তাকে তার পোষ্যদের সাথেই কাটাতে দেখা যায়। তাদের তিনি নিজের সন্তানের মতো স্নেহ করেন। তাইতো তার জীবনে কোনো বিশেষ মানুষের প্রয়োজন বোধ করেননি বরং তাদের সাথেই আদুরে মূহুর্ত উপভোগ করেন অভিনেত্রী। এছাড়াও ব্যস্ত থাকেন নিজের কাজ নিয়ে।
আরও পড়ুন
‘দেওলদের প্রাপ্য সম্মান দেয়নি বলিউড’— ধর্মেন্দ্রর পুরোনো অভিমান ফের আলোচনায়
#Mimi
