Sreemoyee-Kanchan: সপরিবারে পুরীর সমুদ্রসৈকতে বেড়াতে গেলেন শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee) ও কাঞ্চন মল্লিক (Kanchan)। এই দম্পতির যেন ভ্রমণযাত্রা শেষই হয় না। সন্তানের খুব অল্প বয়স থেকেই তাকে নিয়ে এদিক-ওদিক বেরিয়ে পড়েন দু’জনে। কাজের চাপ একটু কমতেই কখনো পাহাড়, কখনো সমুদ্র বা কখনো কোনো মন্দিরে ভ্রমণ করতে চলে যান।
সেরকমই সম্প্রতি তারা পৌঁছে গিয়েছেন পুরী। প্রথমে জগন্নাথদেবের মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে পড়েছেন সমুদ্র দর্শনে। এদিন বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যায় সমুদ্রের জলে দাঁড়িয়ে প্রাকৃতিক সৌন্দর্য্য উপভোগ করছেন ভরপুর।
এদিন প্রত্যেককে সাধারণ পোশাক এবং রোদচশমায় দেখা গিয়েছে। হাসিমুখে সমুদ্রের অপরূপ সৌন্দর্য্য উপভোগ করেছেন। কখনো মেয়েকে কোলে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন আবার কখনো স্বামী-স্ত্রী মিলে পোজ দিয়েছেন। সবমিলিয়ে বলতে গেলে বেশ আনন্দপূর্ণ সময় কাটিয়েছেন তারা।
একইসাথে শ্রীময়ীর মা’কেও দেখা গিয়েছে তাদের সাথে। আসলে যেখানে বেড়াতে যান না কেন মা’কে সঙ্গে নিয়ে যান অভিনেত্রী। ছবিগুলি পোস্ট করতেই সেখানে বিভিন্ন মন্তব্য করেছেন নেটিজেনরা। কেউ কেউ যেমন তাদের প্রশংসা করেছেন, আবার কেউ কেউ কটাক্ষ করতেও ছাড়েননি।
তবে সেসব নিয়ে কখনোই মাথা ঘামাতে দেখা যায় না শ্রীময়ীকে বরং স্বামী, সন্তান নিয়ে সুখে সংসার করতে পছন্দ করেন তিনি। কে কী বললো সেসব বিষয় নিয়ে বিন্দুমাত্র মাথাব্যথা নেই তার। যা বারবার জানিয়েছেন সকলকে। তিনি তার জীবন নিজের মতোন উপভোগ করতেই পছন্দ করেন।
#Sreemoyee #Kanchan
