বর্ষাকাল মানেই চারিদিকে স্যাঁতস্যাঁতে ভাব। এই সময় সবকিছুতেই জল ভাব থাকায় সোঁদা গন্ধ থাকে চারিদিকে। ঘরেের দরজা জানলা খোলা রাখলেও ঘরে গন্ধ হয়৷ সেই গন্ধ যেনো ঘর থেকে যেতে চায় না৷ তাই অনেকেই বাজার চলতি ‘রুম ফ্রেশনার’ ব্যবহার করেন। এই গন্ধ অনেক তীব্র হয়৷ আর তা অনেকের পছন্দ হয় আবার অনেকের পছন্দ হয় না৷ এই গন্ধে অনেকের শ্বাসকষ্ট, হাঁচি হয়৷ তাই আজকের প্রতিবেদনে দেওয়া কয়েকটি অন্য উপায়ে ঘরকে সুগন্ধ করে তোলার উপায় দেওয়া হল।
সুগন্ধী মোম – অনেকেই ঘরে মোম জ্বালাতে পছন্দ করেন। তেমন হলে সুগন্ধী মোম কিনুন৷ ঘর যেমন আলোয় ভরে উঠবে। তেমনই সুগন্ধ থাকবে। ঘরের বিদঘুটে গন্ধ বিদায় নেবে। যদি বাড়িতে ছোটো ডিফিউজার পট থাকে তাতে মোমবাতি রাখুন। গোল চাকতির মতন জায়গায় কয়েক ফোঁটা অ্যারোমা অয়েল ঢেলে মোম জ্বালান। ঘর গন্ধে ভরে উঠবে।
খসখসের পর্দা – ঘরকে সুগন্ধী করে তুলতে জানালায় টাঙাতে পারেন খসখসের পর্দা। এরপর তাতে গোলাপ, দারচিনি, ভ্যানিলা এসেন্স মিশিয়ে সেটি স্প্রে করে দিতে পারেন পর্দায়। এভাবে বাইরে থেকে হাওয়া দিলে ঘরে গন্ধ ভরে উঠবে।
ফুল – ঘরে যদি ফুল রাখা হয় তবে সেই গন্ধেও ঘর গন্ধ হয়। ঘরে একটি ফুলদানি রেখে তাতে রজনীগন্ধা রাখলে ঘর হবে সুগন্ধী।