ফের বাড়ল সোনার দাম, একাধিক শহরে দামের উর্ধ্বগতি

বিয়ের মরশুমে সোনার দামের উর্ধ্বগতি যেন থামছেই না। গত কয়েক মাস ধরে সোনার দাম লাখের ঘরে স্থায়ীভাবে অবস্থান করলেও মাঝেমধ্যেই কিছুটা ওঠানামা হয়েছিল। তবে বাস্তবে সেই পতন খুব একটা স্বস্তি দেয়নি ক্রেতাদের। বরং বিয়ের মৌসুম চলাকালীন ফের এক ধাক্কায় বেড়ে গিয়েছে সোনার দাম, যা নিয়ে নতুন করে দুশ্চিন্তা বাড়ছে বাজারে।

সাধারণত বিয়ের মরশুমে গয়নার চাহিদা বাড়ে, যার প্রভাব পড়ে সোনার দামে। আন্তর্জাতিক বাজারের ওঠানামাও দামের ওপর সরাসরি প্রভাব ফেলে। সম্প্রতি সেই প্রভাবেই দেশের বিভিন্ন শহরে ২২ ও ২৪ ক্যারেট সোনার দামে লক্ষণীয় বৃদ্ধি দেখা গিয়েছে। কলকাতা, চেন্নাই, মুম্বই, দিল্লি, বেঙ্গালুরু, আমেদাবাদ এবং কেরলের আজকের আপডেটেড রেট অনুযায়ী বেশিরভাগ শহরেই দাম বেড়েছে গতকালের তুলনায়।

কলকাতায় আজকের সোনার দাম

gold 8
আজ কলকাতায় ২২ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে প্রতি গ্রামে ১১,৭৭৫ টাকা, যা গতকালের ১১,৭১০ টাকার তুলনায় ৬৫ টাকা বেশি।
২৪ ক্যারেট সোনার দাম আজ ১২,৮৪৬ টাকা, যা গতকালের ১২,৭৭৫ টাকার তুলনায় ৭১ টাকা বৃদ্ধি পেয়েছে।
অর্থাৎ দু’ধরনের সোনাই আজ বৃদ্ধি পেয়েছে যথেষ্ট হারে।

চেন্নাইয়ে আজকের সোনার দাম

Gold Rate Today
দক্ষিণ ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ বাজার চেন্নাইতেও আজ দাম বাড়ার প্রবণতা বজায় রয়েছে। সেখানে ২২ ক্যারেটের প্রতি গ্রামে দাম ১১,৮৪০ টাকা, আর ২৪ ক্যারেটের দাম ১২,৯১৬ টাকা।

মুম্বইয়ে সোনার দাম

মঙ্গলবারে সোনার দামে বড়সড় উত্থান: কোথায় কত দাম দেখুন
বাজারের পরিধি ও প্রভাবের নিরিখে দেশের অন্যতম বড় বাজার মুম্বই। এখানেও আজ দাম বেড়ে ২২ ক্যারেটে ১১,৭৭৫ টাকা, আর ২৪ ক্যারেটে ১২,৮৪৬ টাকা হয়েছে।

দিল্লিতে দাম বৃদ্ধি

Gold
Gold

রাজধানী দিল্লিতেও আজ সোনার দামে ঊর্ধ্বমুখী ধারা লক্ষ্য করা গেছে। ২২ ক্যারেট সোনা প্রতি গ্রামে রয়েছে ১১,৭৯০ টাকা, আর ২৪ ক্যারেট ১২,৮৬১ টাকা।

বেঙ্গালুরু, আমেদাবাদ ও কেরল
এই তিন শহরেই আজ সোনার দাম সমান রয়েছে—
২২ ক্যারেট: ১১,৭৭৫ টাকা
২৪ ক্যারেট: ১২,৮৪৬ টাকা

দামের সার্বিক চিত্র
সব মিলিয়ে দেখা যাচ্ছে, অধিকাংশ শহরেই আজ দামের বৃদ্ধি একই মাত্রায় হয়েছে। আন্তর্জাতিক বাজারের অনিশ্চয়তা, ডলার-রুপির বিনিময় হার, এবং মৌসুমভিত্তিক চাহিদা—এসবই সোনার দামের বৃদ্ধি প্রভাবিত করছে। ফলে বিয়ের মরশুমে সাধারণ মানুষের উপর অতিরিক্ত চাপ পড়ছে।

সোনার ব্যবসায়ীদের মতে, আগামী কিছুদিন বাজারে আরও খানিকটা ওঠানামা দেখা যেতে পারে। তবে যাঁরা শীঘ্রই গয়না কেনার পরিকল্পনা করছেন, তাঁদের দামের নিয়মিত আপডেট দেখে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন
সহজে ও নিরাপদে সোনায় বিনিয়োগের স্মার্ট উপায়

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক