মধ্যবিত্তের হাতের নাগালে নতুন Tata Sierra 2025: দাম, ফিচার, ডিজাইন—সব দিকেই নজরকাড়া

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে টাটা মোটরস অবশেষে ভারতের বাজারে লঞ্চ করল বহু প্রত্যাশিত Tata Sierra 2025। মাত্র ১১.৪৯ লক্ষ টাকার এক্স-শোরুম মূল্যে গাড়িটি বাজারে আনার ফলে এটি একেবারে মধ্যবিত্ত ক্রেতাদের বাজেটের মধ্যেই পড়ে যাচ্ছে। লঞ্চের পর থেকেই SUV প্রেমীদের মধ্যে উৎসাহ তুঙ্গে। সংস্থার তরফে জানানো হয়েছে, আগামী ১৬ ডিসেম্বর থেকে বুকিং শুরু হবে এবং ১৫ জানুয়ারি থেকে ডেলিভারি পাওয়া যাবে গ্রাহকদের হাতে।

সাতটি ভেরিয়েন্টে বাজারে
নতুন Sierra-র সবচেয়ে বড় আকর্ষণ এর বিস্তৃত ভেরিয়েন্ট লাইনআপ। মোট ৭টি ভেরিয়েন্টে গাড়িটি উপলব্ধ—
Smart+, Pure, Pure+, Adventure, Adventure+, Accomplished এবং Accomplished+।
Smart+ এন্ট্রি-লেভেল এবং Accomplished+ টপ-এন্ড ভেরিয়েন্ট হিসেবে বাজারে এসেছে।

ইঞ্জিনে তিনটি বিকল্প
এই SUV ক্রেতাদের পছন্দ ও প্রয়োজন অনুযায়ী তিন ধরনের ইঞ্জিনের বিকল্প দিচ্ছে টাটা—
* 1.5L Hyperion T-GDi টার্বো পেট্রোল
* 1.5L Revotron ন্যাচারালি অ্যাসপিরেটেড পেট্রোল
* 1.5L Kryojet ডিজেল ইঞ্জিন
এর ফলে ফ্যামিলি ব্যবহারের সাথে সাথে পারফর্ম্যান্স প্রিয় চালকরাও নিজেদের উপযোগী ভ্যারিয়েন্ট বেছে নিতে পারবেন।

নিরাপত্তা ফিচারে টাটার জোর
Tata Sierra 2025 তৈরি হয়েছে টাটার নতুন ARGOS আর্কিটেকচারের ওপর। সংস্থার দাবি অনুযায়ী, ৫০ কিমি/ঘন্টা গতিতে চারজন যাত্রী বোঝাই অবস্থায় কার-টু-কার ক্র্যাশ টেস্ট সম্পূর্ণ সফলভাবে উত্তীর্ণ হয়েছে।
স্ট্যান্ডার্ড সেফটি ফিচার হিসেবে থাকছে—
৬টি এয়ারব্যাগ
ইলেকট্রonic পার্কিং ব্রেক
ADAS Level 2+
SUV সেগমেন্টে এই সেফটি প্যাকেজ নিঃসন্দেহে বড় আকর্ষণ হয়ে উঠবে।

ডিজাইনে পুরনো Sierra-র ছোঁয়া, সাথে আধুনিকতার মেলবন্ধন
নতুন Sierra 2025 ডিজাইনের ক্ষেত্রে টাটা ফিরিয়ে এনেছে জনপ্রিয় থ্রি-কোয়ার্টার গ্লাস কনসেপ্ট-এর আধুনিক রূপ। গাড়িটিতে রয়েছে—
ফ্লাশ গ্লাস প্যানেল
কনট্রাস্ট ব্ল্যাক রুফ ব্যান্ড
১৯-ইঞ্চি অ্যালয় চাকা
Light Saber LED DRL
ফুল-LED লাইটিং
ফ্লাশ ডোর হ্যান্ডেল
ক্ল্যামশেল টেইলগেট
ডিজাইনশৈলীতে এটি নিঃসন্দেহে মিড-সাইজ SUV সেগমেন্টে এক ধাপ এগিয়ে থাকবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আরামদায়ক কেবিনে আধুনিক সব ফিচার
আরাম এবং সুবিধার দিক থেকেও Sierra 2025 বেশ সমৃদ্ধ। ফিচার তালিকায় রয়েছে—
ভেন্টিলেটেড ফ্রন্ট সিট
পাওয়ার-অ্যাডজাস্টেবল সিট
কুল্ড গ্লাভবক্স
ফ্লোটিং আর্মরেস্ট
ডুয়াল-জোন ক্লাইমেট কন্ট্রোল
ওয়্যারলেস চার্জিং

ছয়টি সুন্দর রঙের বিকল্প
SUVটি বাজারে আসছে ছয়টি রঙে—
Bengal Rouge, Coorg Clouds, Munnar Mist, Pristine White, Pure Grey, Andaman Adventure।

মধ্যবিত্তদের জন্য আদর্শ SUV
সুলভ দাম, দারুণ ডিজাইন, শক্তিশালী ইঞ্জিন এবং অত্যাধুনিক সেফটি ফিচারের সমন্বয়ে Tata Sierra 2025 ইতিমধ্যেই SUV বাজারে আলোচনার কেন্দ্রবিন্দুতে। যারা বাজেটের মধ্যে একটি আকর্ষণীয়, নিরাপদ এবং আধুনিক SUV খুঁজছেন, তাদের জন্য এটি নিঃসন্দেহে একটি দুর্দান্ত অপশন হয়ে উঠতে চলেছে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক