Viral video : টাইমস স্কোয়্যারে শাহরুখের গানে নাচে প্রপোজ! প্রেমিকের অভিনব সারপ্রাইজে আবেগে ভেসে গেলেন তরুণী

নিউ ইয়র্কের বিখ্যাত টাইমস স্কোয়্যার—যেখানে প্রতিদিনই হাজারো মানুষ ঘুরতে আসেন, আলো আর সুরের মেলায় ডুবে থাকেন পর্যটকেরা। কিন্তু সম্প্রতি একই জায়গায় ঘটে গেল এক বিশেষ মুহূর্ত, যা সামাজিক মাধ্যমে ঝড় তুলেছে। প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিতে এক তরুণ বেছে নিলেন অভিনব, সিনেমায় দেখা রোম্যান্টিক পথটাই—শাহরুখ খানের গানে নাচ। আর সেই নাচই এখন ভাইরাল নেটপাড়ায়।

প্রেমিকার সঙ্গে ঘুরতে ঘুরতেই হঠাৎ একসময় তাঁর হাত ছেড়ে মাঝরাস্তায় দাঁড়িয়ে পড়েন ওই তরুণ। প্রেমিকা কিছু বুঝে ওঠার আগেই বাজতে শুরু করে বলিউডের সুপারহিট গান ‘প্রিটি উওম্যান’—শাহরুখ খান অভিনীত কাল হো না হো ছবির বিখ্যাত গান। গানের তালে কোমর দোলাতে শুরু করেন তিনি। প্রথমে হতভম্ব হলেও খানিক পরেই তরুণীর বিস্ময় আরও বাড়ে যখন তাঁর প্রেমিকের সঙ্গে তাল মিলিয়ে একে একে সামনে এসে দাঁড়াতে শুরু করেন আরও কয়েকজন—তরুণের বন্ধুরা, যারা আগে থেকেই পরিকল্পনায় যুক্ত ছিলেন।

তারপর ভেসে ওঠে আরেক পরিচিত সুর—কুছ কুছ হোতা হ্যায় ছবির জনপ্রিয় গান ‘কোয়ি মিল গয়া’। গানের ছন্দে নাচতে নাচতে পুরো স্কোয়্যার যেন পরিণত হয় আনন্দের আসরে। আশেপাশে দাঁড়ানো দর্শকরাও মোবাইলে সেই দৃশ্য ক্যামেরাবন্দি করেন। পথচারীদের হাসি-চিৎকার আর করতালিতে আরও জমে ওঠে আবহ।

নাচের শেষে, ঠিক সিনেমার মতোই, তরুণ হাঁটু গেড়ে বসে প্রেমিকাকে দেন বিয়ের প্রস্তাব। আচমকা এমন সারপ্রাইজে আবেগে ভেঙে পড়েন তরুণী—খুশির অশ্রু গড়িয়ে পড়ে তাঁর গাল বেয়ে। চারপাশের দর্শকরাও হাততালি দিয়ে উদযাপন করেন এই রোম্যান্টিক মুহূর্ত।

‘দ্যটিকোডার’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট হতেই মুহূর্তে ভাইরাল হয়ে যায়। ইতিমধ্যেই তিন লক্ষেরও বেশি মানুষ দেখে ফেলেছেন ভিডিয়োটি। মন্তব্যের বন্যায় নেটিজেনরা জানিয়েছেন—এই যুগেও এমন পরিকল্পনা সত্যিই বিরল, আর এই যুগলের প্রেম সিনেমার চেয়েও সুন্দর।

আরও পড়ুন
ঋষভের বারণ না শুনে বিপাকে রণবীর: ‘কান্তারা’ দেবীর অভিনয় ঘিরে তুঙ্গে বিতর্ক

টাইমস স্কোয়্যারের ব্যস্ত রাস্তায় বলিউডি নাচে সাজানো এই সারপ্রাইজ প্রপোজাল এখন সোশ্যাল মিডিয়ার নতুন হাইলাইট—অনেকেই বলছেন, “শাহরুখের রোম্যান্সের প্রভাব যে এখনও কমেনি, তারই প্রমাণ এটি!”

আরও পড়ুন
জীতু-শিরিনের ঘনিষ্ঠ দৃশ্য ঘিরে চর্চা, কী প্রতিক্রিয়া নায়িকার বাস্তব প্রেমিক জিৎ সুন্দরের

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক