ভারতে মেসেজিং অ্যাপ ব্যবহারের ক্ষেত্রেই বড়সড় পরিবর্তনের পথে এগোচ্ছে কেন্দ্রীয় সরকার। অপব্যবহার, প্রতারণা ও ভুয়ো অ্যাকাউন্টের সংখ্যা কমাতে নতুন সিম-বাইন্ডিং নিয়ম জারি করেছে ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনস (DoT)। নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, WhatsApp, Telegram, Signal, Snapchat–সহ যেকোনও মেসেজিং অ্যাপ ব্যবহার করতে হলে অ্যাকাউন্টে ব্যবহৃত মোবাইল নম্বরের সিম কার্ডটি সংশ্লিষ্ট ডিভাইসেই অ্যাক্টিভ থাকতে হবে। সিম ইনঅ্যাক্টিভ থাকলে বা ফোনে না থাকলে অ্যাপ চালু করা যাবে না।
কেন এই সিদ্ধান্ত
ডিওটি-র দাবি, এখন পর্যন্ত সিম নিষ্ক্রিয় হয়ে গেলেও বা নম্বর পরিবর্তন হলেও পুরনো WhatsApp বা Telegram অ্যাকাউন্ট সচল থাকে। প্রতারকরা এই সুযোগ কাজে লাগিয়ে অন্যের নামভাড়িয়ে অ্যাকাউন্ট তৈরি করে ভুল খবর ছড়ানো থেকে শুরু করে আর্থিক প্রতারণা পর্যন্ত করে আসছিল। নতুন সিম-বাইন্ডিং নিয়ম কার্যকর হলে সিম, মোবাইল হ্যান্ডসেট ও ফোন নম্বর—এই তিনটি একত্রে যুক্ত থাকবে। ফলে ভুয়ো পরিচয়ে অ্যাকাউন্ট চালানো অনেকটাই কঠিন হবে।
নতুন নিয়ম বাস্তবায়নে তিন মাস বা ৯০ দিনের সময় দেওয়া হয়েছে। নির্দেশ না মানলে অ্যাপ সংস্থার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
WhatsApp Web–এ বড় পরিবর্তন
মোবাইল অ্যাপের পাশাপাশি WhatsApp Web–এও আসছে কঠোর নিয়ম।
প্রতি ৬ ঘণ্টায় অটো-লগআউট
পুনরায় লগ-ইন করতে বাধ্যতামূলকভাবে স্ক্যান করতে হবে QR কোড
এতে অননুমোদিত ডিভাইসে অ্যাকাউন্ট খোলা থাকলে ঝুঁকি কমবে বলে দাবি সরকার ও অ্যাপ সংস্থার।
সাধারণ মানুষের উপর প্রভাব
নতুন নিয়ম কার্যকর হলে কিছু সমস্যা বাড়তে পারে সাধারণ ব্যবহারকারীর—
যারা ঘনঘন সিম বদলান, বিদেশ ভ্রমণ করেন বা রোমিংয়ে থাকেন, তাঁদের বারবার অ্যাকাউন্ট ভেরিফাই করতে হতে পারে।
ট্যাবলেট, ওয়াই-ফাই নির্ভর ডিভাইস—যেখানে সিম ব্যবহারের সুযোগ নেই সেখানে WhatsApp ব্যবহার করা দুষ্কর হয়ে উঠতে পারে।
ডেস্কটপ বা ল্যাপটপে WhatsApp Web ব্যবহারে নিয়মিত QR স্ক্যান করা বাধ্যতামূলক হয়ে যাবে।
প্রযুক্তি বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, নিরাপত্তা বাড়লেও ব্যবহারকারীর সুবিধায় কিছুটা চাপ পড়বে।
আরও পড়ুন
সেলফিতেই রোগ নির্ণয়! এআই জানাবে বয়স ও স্বাস্থ্যঝুঁকি
সরকার কী বলছে
কেন্দ্রের দাবি, সিম-বাইন্ডিংয়ের ফলে
অনলাইন প্রতারণা
ভুয়ো অ্যাকাউন্ট
ডার্ক ওয়েব ভিত্তিক স্ক্যাম
এইসবের প্রবণতা কমবে। পাশাপাশি দেশে ডিজিটাল নিরাপত্তা আরও দৃঢ় হবে।