হঠাৎই চারদিকে গুঞ্জন— কি সত্যিই আংটি বদল সারলেন রশ্মিকা মন্দানা ও বিজয় দেবেরাকোন্ডা? ‘ন্যাশনাল ক্রাশ’ রশ্মিকার আঙুলে চকচক করা হীরের আংটির ছবি প্রকাশ্যে আসতেই জল্পনা তুঙ্গে। সোশ্যাল মিডিয়ায় রটে যায়, দুই দক্ষিণী তারকা নাকি গোপনেই বাগদান সেরে ফেলেছেন। এমনকি কানাঘুষো শুরু হয়, আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে রাজস্থানের উদয়পুরে নাকি বসতে চলেছে তাঁদের বহু প্রতীক্ষিত বিয়ের আসর।
তবে বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা রশ্মিকা এতদিন এ নিয়ে মুখ না খুললেও, এবার সাক্ষাৎকারে দিলেন স্পষ্ট বার্তা। বিয়ে সম্পর্কিত প্রশ্ন করা হলে তিনি বলেন,
“আমি এই নিয়ে কিছু বলতে চাই না। আমার বিয়ে বা সম্পর্কে সিলমোহরও দিতে চাই না, আবার অস্বীকারও করতে চাই না। যখন মনে হবে জনসমক্ষে বলার সময় এসেছে, তখন আমরা নিজেরাই জানাব। ততক্ষণ ব্যক্তিগত বিষয়গুলো ব্যক্তিগত থাকতে দিন।”
নায়িকার বক্তব্যেই পরিষ্কার— তাঁর ব্যক্তিগত জীবনে অনধিকার চর্চা তাঁকে বিরক্ত করছে। রশ্মিকা আরও জানান,
“সব মানুষেরই একটা ব্যক্তিগত জীবন আছে, সেটাকে সম্মান জানানো উচিত।”
গত আট বছর ধরে রশ্মিকা ও বিজয়ের সম্পর্ক নিয়ে নানা কানাঘুষো চললেও কেউই কখনও প্রকাশ্যে স্বীকার বা অস্বীকার করেননি। পাপারাজ্জিদের লেন্সে বহুবার ধরা পড়েছে তাঁদের ‘ডেট’-এর মুহূর্ত। কখনও একসঙ্গে হোটেলে প্রবেশ, কখনও আবার একই গন্তব্যে ছুটি কাটাতে গিয়ে আলাদা ফ্রেমে ধরা পড়া— সবই বাড়িয়েছে জল্পনা।
সম্প্রতি ‘থামা’ ছবির প্রচারে রশ্মিকার হাতে দেখা গেল সেই ঝলমলে হীরের আংটি, যার দাম নাকি আড়াই লাখ টাকারও বেশি। বাগদান প্রসঙ্গ উঠতেই একগাল হেসে নায়িকার মন্তব্য—
“সবাই সব জানেন দেখছি!”
যদিও হেসে উড়িয়ে দিলেও স্পষ্ট উত্তর দেননি তিনি।
এদিকে দক্ষিণী চলচ্চিত্রমহল ও অনুরাগীদের দাবি— রশ্মিকা ও বিজয় নাকি সত্যিই গোপনে বাগদান সারিয়েছেন, আর আগামী ফেব্রুয়ারিতেই মালাবদল করবেন তাঁরা। তবে সিলমোহর এখনও নেই।
আরও পড়ুন
প্রেমিক মানুষ বলেই আমি অবিবাহিত! অয়নদীপের রোমান্সে মুগ্ধ অম্বরীশ ভট্টাচার্য
সব মিলিয়ে রশ্মিকার আঙুলের আংটি যেন শুধু অলঙ্কার নয়— তা হয়ে উঠেছে গুঞ্জনের আগুনে ঘি। নায়িকা কিছু বলছেন না, আবার অস্বীকারও করছেন না। ফলে রহস্য আরও গভীর হচ্ছে দক্ষিণী তারকা-জুটির সম্পর্ককে ঘিরে।
রশ্মিকা কি সত্যি শীঘ্রই কনের সাজে? নাকি সবই কেবল সোশ্যাল মিডিয়ার গুজব? উত্তর সময়ই দেবে।
আরও পড়ুন
Ankush-Oindrila: এয়ারপোর্টেই দক্ষযজ্ঞ, মাঝরাতে তুমুল ঝগড়ায় মেতে উঠলেন অঙ্কুশ-ঐন্দ্রিলা! ভাইরাল ভিডিও