যাত্রীদের জন্য একাধিক বড় ঘোষণা করল পূর্ব রেল। শিয়ালদহ ডিভিশনের শিয়ালদহ–কল্যাণী ও শিয়ালদহ–কৃষ্ণনগর রুটে এসি লোকালের সাফল্যের পর এবার হাওড়া ডিভিশনের ব্যান্ডেল রুটেও চালু হতে পারে এসি লোকাল ট্রেন। একই সঙ্গে আরও পাঁচটি নতুন এসি লোকাল পাওয়ার সম্ভাবনার কথাও জানালেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ দেউস্কর।
ব্যান্ডেল রুটে এলো নতুন আশার সঞ্চার
বর্তমানে শিয়ালদহ–কল্যাণী এবং শিয়ালদহ–কৃষ্ণনগর রুটে চলা এসি লোকাল যাত্রীদের অত্যন্ত সাড়া পেয়েছে। রেলের তথ্য অনুযায়ী, এই দু’টি রুটেই প্রতিদিন প্রবল ভিড় বাড়ছে। এই পরিস্থিতিতে হাওড়া–ব্যান্ডেল রুটে এসি লোকাল চালানোর সম্ভাবনা খতিয়ে দেখতে সমীক্ষা শুরু হয়েছে।
মিলিন্দ দেউস্কর জানান, সবদিক বিবেচনার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
নতুন পাঁচটি এসি লোকাল
যাত্রী চাহিদা ক্রমশ বাড়তে থাকায় পূর্ব রেল শিগগিরই আরও পাঁচটি নতুন এসি লোকাল হাতে পেতে চলেছে। ইতিমধ্যেই শিয়ালদহ–কল্যাণী রুটে আরও একটি নতুন এসি লোকাল পরিষেবা চালু হয়েছে।
রবিবারেও চলবে এসি লোকাল
বর্ধিত যাত্রীচাপের কারণে পরীক্ষামূলকভাবে রবিবারও এসি লোকাল চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শিয়ালদহ ডিভিশনের ডিআরএম রাজীব সাক্সেনা জানিয়েছেন—
শিয়ালদহ–কল্যাণী–রানাঘাট রুটে ১৫০%-র বেশি টিকিট বিক্রি হচ্ছে
কৃষ্ণনগর–শিয়ালদহ রুটে টিকিট বিক্রি ৯০% ছাড়িয়ে গেছে
আরও পড়ুন
ইন্ডিগোর ফ্লাইট বিপর্যয়ে যাত্রীদের স্বস্তি: একাধিক স্পেশাল ট্রেন চালাল দক্ষিণ-পূর্ব রেলওয়ে
যাত্রী চাহিদার এই ব্যতিক্রমী বৃদ্ধির কারণেই সপ্তাহের সবদিনে পরিষেবা বাড়ানোর চিন্তাভাবনা করছে রেল।
আরও পড়ুন
আজ থেকে চালু, শৌচাগারসহ নতুন মেমু রেকে ছুটবে কলকাতা–লালগোলা প্যাসেঞ্জার
দক্ষিণ পূর্ব রেলকে দায়ী করলেন পূর্ব রেলের জিএম
সম্প্রতি দক্ষিণ পূর্ব রেলের আওতাধীন রুটগুলিতে ট্রেন লেটের অভিযোগ বাড়ছে। যাত্রীদের ক্ষোভও তুঙ্গে। এই প্রেক্ষিতে পূর্ব রেলের জিএম মিলিন্দ দেউস্কর জানান, দক্ষিণ পূর্ব রেলের পণ্যবাহী ট্রেনগুলি পূর্ব রেলের জোনে ঢোকার সময় লাইন দীর্ঘক্ষণ ব্লক হয়ে থাকছে, যার ফলে সাধারণ ট্রেনগুলির সময়নিষ্ঠা ব্যাহত হচ্ছে। হাওড়া ডিভিশনের উপরও যার প্রভাব পড়ছে বলে তিনি দাবি করেন।
আরও পড়ুন
SIR আপডেটে কঠোর কমিশন: পৃথক ডিক্লারেশন সই করবেন BLO–BLA, ভুলে শাস্তির নির্দেশ
পণ্য পরিবহণেও নতুন উদ্যোগ
পূর্ব রেল বলাগড়ে নতুন টার্মিনাল জেটি তৈরির কাজে আগ্রহ দেখিয়েছে। কলকাতা বন্দরের কয়লা-সহ অন্যান্য পণ্য ওঠানামার ক্ষেত্রে এই নতুন জেটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে রেল মনে করছে। পণ্য পরিবহণ বাড়াতে রেল ভবিষ্যতে আরও সক্রিয় ভূমিকা নেবে বলেও আশ্বাস দেন জিএম।
আরও পড়ুন
ইন্ডিগো-সংকটে বিমানভাড়া আকাশছোঁয়া! যাত্রী দুর্ভোগ চরমে
যাত্রী সুবিধা বৃদ্ধির লক্ষ্যে পূর্ব রেলের এই উদ্যোগ নিঃসন্দেহে বড় পদক্ষেপ। হাওড়া–ব্যান্ডেল রুটে এসি লোকালের সূচনা হলে তা নিত্যযাত্রীদের যাত্রা আরও আরামদায়ক ও দ্রুততর করে তুলবে বলে আশা করা হচ্ছে।