অতিরিক্ত পরিশ্রম ও ব্যস্ততার জেরে গত কয়েকদিন ধরেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী নচিকেতা চক্রবর্তী। তবে গত শনিবার আচমকা বুকে তীব্র ব্যথা অনুভব করায় তড়িঘড়ি তাঁকে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। প্রথমিক পরীক্ষার পর চিকিৎসকেরা জানান, গায়কের হৃদপিণ্ডে ব্লকেজ রয়েছে এবং দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি।
চিকিৎসকদের সিদ্ধান্ত অনুযায়ী শনিবারই নচিকেতার হার্টে স্টেন্ট বসানো হয়। অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। তাঁর মেয়ে ও ভাই জানান, তিনি আগের তুলনায় বর্তমানে অনেকটাই সুস্থ এবং ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠছেন। অবসর সময়ে বই পড়ে কাটাচ্ছেন, এমনটাও জানিয়েছেন পরিবারের সদস্যরা। খুব শিগগিরই স্টেজে ফেরার ইচ্ছাও রয়েছে তাঁর।
এই ঘটনায় উদ্বেগ ছড়ায় ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে। ইতিমধ্যেই অনেকেই হাসপাতালে গিয়ে তাঁর খোঁজ নিয়েছেন। সোমবার কোচবিহার সফর থেকে ফেরেই হাসপাতালে নচিকেতাকে দেখতে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বরাবরই সুপরিচিত। চিকিৎসকদের সঙ্গে কথা বলার পাশাপাশি নচিকেতাকে বড় দিদির মতো শাসনও করেন তিনি। কেন এতটা রোগা হয়ে যাচ্ছেন, তা নিয়েও প্রশ্ন তোলেন মমতা। পাশাপাশি নিয়মিত, পুষ্টিকর খাবার খাওয়ার পরামর্শ দেন গায়ককে।
জানা গিয়েছে, শীতের মরশুমে প্রচুর অনুষ্ঠানে যোগ দেওয়ার ব্যস্ততার কারণে বিশ্রামের সময় পাচ্ছিলেন না নচিকেতা। অতিরিক্ত পরিশ্রমই তাঁর শরীরকে আরও দুর্বল করে তোলে এবং শেষমেশ হৃদরোগের আক্রমণ ঘটায়। এর আগেও ২০২৩ সালের ফেব্রুয়ারিতে তাঁর অসুস্থতার খবর ছড়িয়েছিল। সেবার সারভাইকাল স্পন্ডেলাইটিস বেড়ে যাওয়ায় কিছু অনুষ্ঠানে বিরতি দিতে হয়েছিল তাঁকে।
তবে এবারের অসুস্থতা আরও গুরুতর। হার্টের সমস্যা ধরা পড়ায় চিকিৎসকেরা সতর্ক এবং প্রয়োজনীয় চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। যদিও পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো না হলেও হাসপাতাল সূত্রে খবর, নচিকেতার অবস্থা স্থিতিশীল।
আরও পড়ুন
Kiara Advani: মা হওয়ার পর ফের ঘাম ঝড়ানো লুকে ধরা দিলেন কিয়ারা আডবানি
দেশজুড়ে অসংখ্য ভক্ত তাঁর দ্রুত সুস্থতা কামনা করছেন। সবাই আশা করছেন, খুব শিগগিরই আবার মঞ্চে নিজের সঙ্গীতে মাতিয়ে তুলবেন প্রিয় শিল্পী নচিকেতা চক্রবর্তী।