‘জুবিনের মতো মানুষকেও খুন করল!’—সিটের ২,৫০০ পাতার চার্জশিটে চাঞ্চল্য, কান্নায় ভেঙে পড়লেন স্ত্রী গরিমা

অসমের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গর্গের রহস্যমৃত্যু নিয়ে অবশেষে বড়সড় মোড় নিল তদন্ত। শুক্রবার নির্ধারিত সময়েই অসম সরকার গঠিত বিশেষ তদন্তকারী দল (SIT) সিঙ্গাপুরে ঘটে যাওয়া এই মৃত্যুর ঘটনায় আড়াই হাজার পাতার চার্জশিট জমা দিয়েছে। সেই চার্জশিটে স্পষ্টভাবে জুবিন গর্গকে খুন করা হয়েছে বলে দাবি করা হয়েছে, যা রাজ্যজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে।

চার্জশিট অনুযায়ী, মোট চারজনের বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হয়েছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন—নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালের আয়োজক শ্যামকানু মোহন্ত, জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা, তাঁর ব্যান্ডের ড্রামার শেখর জ্যোতি গোস্বামী এবং গায়িকা অমৃতপ্রভা মোহন্ত। সবচেয়ে চাঞ্চল্যের বিষয়, এই চারজনই ছিলেন জুবিনের ঘনিষ্ঠ এবং দীর্ঘদিনের পরিচিত।

উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে নর্থ-ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালে যোগ দিতে গিয়ে সাঁতার কাটার সময় রহস্যজনকভাবে মৃত্যু হয় জুবিন গর্গের। প্রথমে এই ঘটনাকে দুর্ঘটনা বলা হলেও, অসম ও উত্তর-পূর্ব ভারতের মানুষের মধ্যে শুরু থেকেই ষড়যন্ত্রের সন্দেহ দানা বাঁধে। সেই আবহেই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার নির্দেশে গত সেপ্টেম্বরেই একটি বিশেষ তদন্তকারী দল গঠন করে অসম সরকার।

গত তিন মাস ধরে সিট আধিকারিকরা প্রায় ৩০০ জনের বেশি সাক্ষীর জবানবন্দি নিয়েছেন। তদন্তের স্বার্থে সিটের একটি দল সিঙ্গাপুরেও যায় এবং সেখান থেকে গুরুত্বপূর্ণ নথি ও তথ্যপ্রমাণ সংগ্রহ করে। সেই সমস্ত তথ্য বিশ্লেষণ করেই এই ২,৫০০ পাতার বিস্তৃত চার্জশিট তৈরি করা হয়েছে। চার্জশিটে আরও উল্লেখ রয়েছে, জুবিন গর্গের তুতো ভাই ও অসম পুলিশের প্রাক্তন আধিকারিক সন্দীপন গর্গের বিরুদ্ধেও অনিচ্ছাকৃত খুনের অভিযোগ আনা হয়েছে।

চার্জশিট জমা পড়ার পরই জুবিন গর্গের সমাধিস্থলে ফুল ও মোমবাতি হাতে ভিড় জমান অসংখ্য অনুরাগী। সেখানেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আবেগে ভেঙে পড়েন জুবিনের স্ত্রী গরিমা সাইকিয়া। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন,
“আমি ভাবতেই পারছি না, জুবিনের মতো মানুষকেও কেউ নিজের স্বার্থে খুন করতে পারে। ও সারাজীবন অন্যের জন্য নিজেকে বিলিয়ে দিয়েছে।”

তিনি আরও জানান, সিট গত তিন মাস ধরে যে পরিশ্রম করেছে, তার ফলাফল মানুষের প্রত্যাশার সঙ্গে মিলে গিয়েছে। এখন সবকিছু বিচার ব্যবস্থার উপর নির্ভর করছে এবং দোষীরা যেন কঠোরতম শাস্তি পায়, সেই দাবিও তোলেন গরিমা।

এর আগে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা স্পষ্টভাবে জানিয়েছিলেন, জুবিনের মৃত্যু কোনও দুর্ঘটনা নয়। বিদেশে ঘটে যাওয়া এই ঘটনার চার্জশিট দাখিলের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন প্রয়োজন হওয়ায় তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও বিষয়টি আলোচনা করেন। সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করেই ডিসেম্বরের মাঝামাঝি চার্জশিট জমা দেওয়া হয়।

আরও পড়ুন
Priyanka: ‘দেশি গার্ল’-এর স্টাইল স্টেটমেন্ট: প্রিয়াঙ্কার নতুন ফটোশ্যুটে মুগ্ধ নেটপাড়া!

প্রসঙ্গত, জুবিনের মৃত্যু মামলায় এখন পর্যন্ত পাঁচজন অভিযুক্ত কাঠগড়ায়। গত ২৫ সেপ্টেম্বর প্রথম গ্রেপ্তার হন ড্রামার শেখরজ্যোতি গোস্বামী। এরপর ১ অক্টোবর গ্রেপ্তার করা হয় ম্যানেজার সিদ্ধার্থ শর্মা ও ফেস্টিভ্যালের আয়োজক শ্যামকানু মোহন্তকে। ৩ অক্টোবর গ্রেপ্তার হন গায়িকা অমৃতপ্রভা মোহন্ত। পরে গ্রেপ্তার করা হয় জুবিনের তুতো ভাইকেও।

আরও পড়ুন
কন্যা সন্তানের বাবা হলেন অপূর্ব, সুখবর শেয়ার করতেই ভক্তদের শুভেচ্ছার বন্যা

সব মিলিয়ে, জুবিন গর্গের মৃত্যু আর নিছক দুর্ঘটনা নয়—এই চার্জশিটের মাধ্যমে সেই ধারণাই আরও জোরালো হল। এখন গোটা রাজ্যের নজর বিচার প্রক্রিয়ার দিকে, যেখানে সত্যের চূড়ান্ত রায় দেবে আদালত।

আরও পড়ুন
Kanchan-Sreemoyee: সিঙ্গাপুরে গিয়ে অভিনেত্রী ঋতুপর্ণার সাথে বিশেষ সন্ধ্যা কাটালেন কাঞ্চন ও শ্রীময়ী

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক